২০ শতাংশ বাড়ি ভাড়াসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন।
দুপুর ১২টার মধ্যে দাবি পূরণের বিজ্ঞপ্তি জারির আল্টিমেটাম শেষ হওয়ার পর শহীদ মিনার থেকে মিছিল নিয়ে এসে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ করেন। বিকেল ৫টার দিকে শিক্ষকরা ‘লং-মার্চ টু যমুনা’ ঘোষণা দিয়ে শাহবাগ অবরোধ প্রত্যাহার করেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে শিক্ষকরা আজ শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছিলেন। রবিবার (১২ অক্টোবর) থেকে তারা ২০ শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করে আসছেন। শিক্ষকদের একটি অংশ দাবি আদায়ে রাতভর শহীদ মিনারে অবস্থান করেন।
এর আগে, গত রবিবার শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ জলকামান, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর সারা দেশের স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকরা বিক্ষোভে যোগ দেন এবং পরের দিন থেকে দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা দেন।
শিক্ষকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে: বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ করা, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা এবং শিক্ষক ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের অন্য কর্মীদের জন্য উৎসব ভাতা মূল বেতনের ৭৫ শতাংশ করা।
বর্তমানে, প্রাথমিক স্তরে এমপিওভুক্ত শিক্ষকরা মাসিক সাড়ে ১২ হাজার টাকা বেতন, এক হাজার টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পান। সম্প্রতি, অর্থ মন্ত্রণালয় বাড়ি ভাড়া ৫০০ টাকা বাড়ালেও শিক্ষকরা এটিকে ‘প্রহসন’ দাবি করে প্রত্যাখ্যান করেছেন।
দেশে বর্তমানে ২৬ হাজারের বেশি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রায় ৩ লাখ ৮০ হাজারের বেশি শিক্ষক এবং ১ লাখ ৭০ হাজারের বেশি কর্মচারী কর্মরত আছেন।
স্বাআলো/এস
