জেলা প্রতিনিধি, পটুয়াখালী: ‘শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’, এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালী জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫অক্টোবর) সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বনাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে জেলা শিক্ষা অফিসার মুহাঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং সদর উপজেলা শিক্ষা অফিসার আকমল হোসেন খানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি যাদব সরকার,পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আমীন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোদাচ্ছের বিল্লাহ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মৃনাল কান্তি বড়াল, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন, হেতালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শবনম মুস্তরী, দক্ষিন কেওয়াবুনিয়া দাখিল মাদরাসার সুপার হাফেজ আলমগীর ও কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন প্রমুখ।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠানে এসময় কলেজ, মাধ্যমিক, মাদরাসা এবং প্রাথমিক বিদ্যালয়ের ৫০০ শিক্ষক-শিক্ষিকা অংশ গ্রহন করেন।
স্বাআলো/এস