ঢাকা বিভাগ

পদ্মার ভয়াবহ ভাঙন: ঘরবাড়ি-ফসলি জমি বিলীন, আশ্রয়ণ প্রকল্প ঝুঁকিতে

জেলা প্রতিনিধি, ফরিদপুর জেলা প্রতিনিধি, ফরিদপুর | June 29, 2025

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ও চর হরিরামপুর ইউনিয়নের একাধিক এলাকায় পদ্মা নদীর ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ইতোমধ্যেই বসতভিটা, খেয়াঘাট ও বিপুল পরিমাণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোও ঝুঁকির মুখে পড়েছে।

ভাঙন কবলিত এলাকাগুলোর মধ্যে রয়েছে চরকল্যাণপুর, চরগোপালপুর, রেহিগোপালপুর, হাসান ফকিরের ঘাট, বাদশার খেয়া এবং চর বারোশ বিঘা। স্থানীয়রা জানিয়েছেন, ভাঙন অব্যাহত থাকলে আরও অনেক পরিবার বাস্তুহারা হবেন।

ভুক্তভোগী চরকল্যাণপুরের শেখ রতন শেখ জানান, আমার নিজের বসতভিটা পদ্মায় তলিয়ে গেছে। গরু-ছাগল আর চার সন্তানসহ আমি এখন চাচার বাড়িতে আশ্রয় নিয়েছি। মাত্র ১৫ হাত দূরে এখন পদ্মার পানি—ভাঙন যে গতিতে এগোচ্ছে, তাতে এখান থেকেও চলে যেতে হবে।

স্থানীয়দের মতে, ইতোমধ্যেই একাধিক খেয়াঘাট এবং বাদাম, তিল, গো খাদ্যসহ প্রায় অর্ধ কিলোমিটার ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাঙনের ভয়াবহতা উল্লেখ করে বলেন, ভাঙনের ভয়াবহতা এখনই রোধ না করলে আমাদের ইউনিয়নের বড় ধরনের ক্ষতি হবে। উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন জানান, তিনি ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

দ্রুত ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ না নিলে এলাকার আরও ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্বাআলো/এস

Shadhin Alo