সন্ত্রাসীরা বেপরোয়া, আতঙ্কে মানুষ

দেশজুড়ে একের পর এক নানা অপরাধ ঘটে চলেছে। ছিনতাই, চুরি, ডাকাতি থেকে খুন, ধর্ষণও হচ্ছে অবলীলায়। সারাদেশে চলমান ‘ডেভিল হান্ট’ কর্মসূচির মধ্যেও থেমে নেই অপরাধচক্রের এসব অপকর্ম। প্রকাশ্যে, জনারণ্যেও এসব ফৌজদারি অপরাধ ঘটছে।

অপরাধীরা কাউকেই তোয়াক্কা করছে না; বরং দিনে দিনে তারাও আরো বেপরোয়া হয়ে উঠছে। অব্যাহত এমন কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে ভীতি ও আতঙ্ক বিরাজ করছে। তবে পরিস্থিতি সামাল দিতে কঠোর অবস্থানে যাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। অবিলম্বে তাদের জোরদার টহল ও নজরদারি শুরু হচ্ছে।

বিশেষ করে রাতের বেলা রাজধানীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতেও টহল দেবে যৌথবাহিনী। এ ছাড়া রাজধানীর প্রতিটি প্রধান সড়কে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী চেকপোস্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রয়োজনে বিজিবিকেও প্রস্তুত রাখা হচ্ছে।

গত রবিবার রাতে রাজধানীর বনশ্রীতে গুলি করে স্বর্ণ ব্যবসায়ীর ২০০ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

মোহাম্মদপুর এলাকায় রিকশা থামিয়ে এক নারীর কাছ থেকে ছিনতাই, হাজারীবাগ এলাকায় ডাকাত পড়ার ঘটনাসহ প্রতিদিনই এ রকম আরো বহু ঘটনা ঘটে চলেছে। এসব ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এতে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় রাজধানীসহ সারাদেশে।

এ অবস্থায় রবিবার রাত ৩টায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের ডেকে ব্রিফিং করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন। পরিস্থিতি সামাল দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক হয়।

এ বৈঠকেই সোমবার রাত থেকে অপরাধীদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কঠোর হওয়ার সিদ্ধান্ত হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

কোর কমিটির সভায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বলেন, সর্ব প্রকার অপরাধ ঠেকাতে রাত্রিকালীন টহল, চেকপোস্টসহ পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব ক্ষেত্রে আরো বেশি নজরদারি বাড়ানো হয়েছে। যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেগুলোর সঙ্গে জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হচ্ছে।

পুলিশ সদরদপ্তরের তথ্য বিশ্লেষণেও গত বছরের ডিসেম্বরের চেয়ে জানুয়ারিতে অপরাধ প্রবণতা (চুরি, ডাকাতি, ছিনতাই-দস্যুতা ও অপহরণ) বাড়ার চিত্র উঠে এসেছে। এতে দেখা গেছে, গত ডিসেম্বরে সারাদেশে ২৩০টি ডাকাতি ও দস্যুতার মামলা হয়েছে। যেখানে চলতি বছরের জানুয়ারিতে ২৪২টি মামলা হয়েছে। ডিসেম্বরে হত্যা মামলা হয়েছে ২০৪টি, অপরদিকে জানুয়ারিতে ২৯৪টি। অপহরণের মামলা ডিসেম্বরে ৭৪টি এবং জানুয়ারিতে ১০৫টি। এ ছাড়া ডিসেম্বরে যেখানে চুরি-ছিনতাইয়ের ৯৬৬টি মামলা হয়, সেখানে জানুয়ারিতে ১০৫৯টি মামলা হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, সব ঘটনায় নানা কারণে ভুক্তভোগী মামলা করে না। তাই এই পরিসংখানে প্রকৃত চিত্র উঠে আসে না।

অপরাধ ও সমাজ বিশ্লেষক অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, নৃশংস হত্যাকাণ্ডসহ অন্যান্য অপরাধের মাত্রা কমাতে হলে প্রথমে এর পেছনে থাকা কারণগুলো চিহ্নিত করে তা নিরসনের উদ্যোগ নিতে হবে। খুনসহ অন্যান্য অপরাধের ঘটনা যথাযথ তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা গেলে হত্যাকাণ্ডসহ অন্যান্য সামাজিক অপরাধ কমে আসবে।

যত চাঞ্চল্যকর ঘটনা: গত শুক্রবার রাতে রাজধানীর মিরপুরের পল্লবী থানা এলাকার বেনারসি পল্লীতে এক রাতে ছয়টি দোকান ও দুইটি বাসায় হানা দিয়ে মালামাল লুট করেছে ডাকাতদলের সদস্যরা। গত রবিবার রাতে চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্বামী সাগরকে কুপিয়ে স্ত্রীর গয়না লুট করেছে ছিনতাইকারীরা। একই দিন সন্ধ্যায় গাজীপুরের ভোগড়ায় স্টুডিওতে ছবি তুলতে গিয়ে পঞ্চম শ্রেণির এক মাদরাসাছাত্রী স্টুডিও কর্মচারীর মাধ্যমে ধর্ষণের শিকার হন। এর আগে শনিবার ভোর রাতে কক্সবাজারের চকরিয়ায় এক প্রবাসীর বাড়িতে মুখোশধারী একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। দারোয়ান রবীন্দ্র দাশকে ছুরিকাঘাত ও হাত-পা বেঁধে ফেলে রাখার পর প্রবাসীর বাড়িতে ঢুকে পড়ে। এ সময় প্রবাসীর স্ত্রী রুবী দাশ ও মেয়ে সুক্তা দাশকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, তাদের শরীরে থাকা চার ভরি স্বর্ণালংকার, দুটি এনড্রয়েড মোবাইল ও দামি মালামালসহ প্রায় সাত লাখ টাকার সম্পদ লুট করে।

রবিবার ভোরে সাভারের আশুলিয়ায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ। এ সময় আহত হন অভিনেতার মা আজিজুন্নাহার ও স্ত্রী রোকসানা হক। একই দিন রাতে ঢাকার ধামরাইয়ে স্ত্রীর সামনে সাবেক ইউপি সদস্য ও স্থানীয় যুবদলকর্মী বাবুল হোসেনকে (৫০) দিনেদুপুরে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা করে দৃর্বত্তরা।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় ধামরাই ও মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গত ২২ ফেব্রুয়ারি ভোরে ঠাকুরগাঁওয়ে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক কবিরুল ইসলাম জয়কে (২৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত ১৭ ফেব্রুয়ারি রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারীযাত্রীদের শ্লীলতাহানির ঘটনা ঘটে। গত শুক্রবার রাতে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ ঢাকার সাভার থেকে ঘটনায় জড়িত আন্ত জেলার তিন ডাকাতকে গ্রেফতার করে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

মাদ্রাসাছাত্রী অপহরণ: যশোরে যুবকের ১৪ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুরে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের দায়ে...

বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে বিরোধের...

মাগুরায় আ.লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক-হেলমেট

লিটন ঘোষ জয়, মাগুরা: মাগুরায় হেলমেট ও মাস্ক পরে...

মাদক সেবন করে গৃহকর্মীকে নির্যাতন, পরীমনির বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক: মাদক সেবন করে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা...