প্রেমিকাকে বিয়ে করলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক: প্রেমিকাকে বিয়ে করলেন ৪৪ বছর বয়সি হলিউড অভিনেত্রী রেবেল উইলসন। গত ২৮ সেপ্টেম্বর ইতালিতে ৪০ বছর বয়সি রামোনা আগ্রুমার সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন কমেডিয়ান রেবেল। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে বিয়ের খবর জানিয়েছেন অভিনেত্রী রেবেল। এতে দেখা যায়, সাদা রঙের গাউনে সেজেছেন রেবেল-রামোনা।

ক্যাপশনে রেবেল লেখেন, বিবাহিত। সারদিনিয়া ২৮.০৯.২৪। এরপর সহকর্মী ও নেটিজেনদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই জুটি।

২০২২ সালের জুন মাসে রামোনা আগ্রুমার সঙ্গে সম্পর্কে থাকার ঘোষণা দেন রেবেল। ইনস্টাগ্রামে দুজনের ছবি পোস্ট করে লেখেছিলেন, আমি ভেবেছিলাম, আমি একজন ডিজনি প্রিন্সেসকে খুঁজছি। সম্ভবত, এই সময়ে আমার প্রয়োজন ছিলো ডিজনি প্রিন্সেসের।

২০২২ সালে দ্য হলিউড রিপোর্টারকে দেয়া সাক্ষাৎকারে রেবেল জানান, পর্দায় অভিনেত্রী শার্লট গিন্সবার্গের সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করেন রেবেল। এ কাজ করতে গিয়েই রামোনার সঙ্গে তার পরিচয় হয়।

‘ইজ নট ইট রোমান্টিক’খ্যাত অভিনেত্রী রেবেল বলেন, শার্লটের সঙ্গে যদি কাজের অভিজ্ঞতা না হতো, তবে হয়তো আমাদের কখনো দেখাই হতো না। এই কাজের অভিজ্ঞতা আমার প্রেম জীবন বদলে দিয়েছে।

২০১২ সালে সহঅভিনেতা ম্যাট লুকাসের সঙ্গে সম্পর্কে জড়ান রেবেল। এ জুটি তিন বছর লিভ-ইন সম্পর্কে ছিলেন। পরে টেনিস তারকা ম্যাট রিডের সঙ্গে সম্পর্কে জড়ান রেবেল। তারপর জ্যাকব বুচের সঙ্গে সম্পর্কে জড়ান ‘গোস্ট রাইডার’খ্যাত এই অভিনেত্রী। ২০২১ সালে ভেঙে যায় এই সম্পর্ক। তারপর রামোনার প্রেমে পড়েন রেবেল। ২০২৩ সালে বাগদান সারেন এ জুটি। সর্বশেষ প্রেমকে পরিণয়ে রূপ দিলেন তারা।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

শার্শার সাবেক ইউপি চেয়ারম্যান তোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার ১০ নম্বর ইউনিয়ন পরিষদের...

আমরা যুদ্ধাবস্থায় আছি: প্রধান উপদেষ্টা

নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ষড়যন্ত্রও ততই তীব্র হচ্ছে উল্লেখ...

যশোরে সন্তানকে জিম্মি করে মাকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: যশোরে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান নামের...

নোয়াখালীতে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার কবিরহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক...