জাতীয়

আবাসিক হোটেল থেকে মা-ছেলের লাশ উদ্ধার

| June 2, 2024

বগুড়া শহরের বনানী এলাকার শুভেচ্ছা আবাসিক হোটেলের একটি কক্ষে মা ও তার ১১ মাস বয়সী ছেলের লাশ পড়ে থাকার খবর পেয়েছে পুলিশ।

রবিবার (২ জুন) থানায় ফোন দিয়ে মরদেহ পড়ে থাকার বিষয়টি জানায় হোটেল কর্তৃপক্ষ।

পুলিশ সূত্র জানায়, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর তাদের নাম-পরিচয়সহ বিস্তারিত জানা যাবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শনিবার রাতের কোনো এক সময় মা ও তার শিশু ছেলেকে হত্যা করা হয়েছে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্বাআলো/এস

Shadhin Alo