যশোরে উদ্ধারকৃত লাশ ঝিকরগাছার আঁখির, নারী আটক

নিজস্ব প্রতিবেদক: যশোরের মুজিব সড়ক থেকে উদ্ধার হওয়া মরদেহর পরিচয় মিলেছে। আকিকুল ইসলাম অরফে আঁখি (৪৮) নামের একজন ফল ব্যবসায়ী।

বুধবার (১০ জুলাই) মধ্যরাতে যশোর শহরের রেলগেট মডেল মসজিদ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তিনি ঝিকরগাছার পায়রাডাঙ্গা গ্রামের বাসিন্দা ও ঝিকরগাছা বাসস্ট্যান্ড এলাকায় ফল ব্যবসায়ী। এ ঘটনায় পুলিশ এক নারীকে আটক করেছে।

নিহতের স্বজনরা জানান, আকিকুল মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হয়ে বাড়ির সামনে চায়ের দোকানে যায়। এরপর থেকে ফোনে তাকে আর পাওয়া যায়নি। এরপর গভীর রাতে তার ছেলে মালোশিয়া প্রবাসী আবির হোসেন সামাজিক মাধ্যম (ফেসবুকে) জানতে পারেন তার বাবার লাশ যশোর শহরের রেলগেট এলাকায় পাওয়া গেছে।

যশোরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এ বিষয়ে কোতোয়ালি থানার এসআই রফিক জানান, যশোর পৌরসভার ষষ্ঠীতলা (যশোর মডেল মসজিদের বিপরীত পার্শ্বে) মৃত সিরাজ আহমেদের বাড়ির সামনে গলিতে একজনের লাশ পড়ে আছে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়। পরবর্তীতে তারা সেখানে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

তিনি আরো জানান, তার ঘাড়ে আঘাতের চিহ্ন এবং মুখে বালু পাওয়া গেছে। এ ঘটনায় ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থলের পাশে বীরমুক্তিযোদ্ধা পাঞ্জু সরদারের বাড়ির ভাড়াটিয়া সুফিয়া বেগম (৪২) নামে এক নারীকে আটক করে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

তিস্তা নদীতে পানি বৃদ্ধি, কৃষকদের মাঝে আনন্দ

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট থেকে:উজানের ঢল ও শনিবার রাতের বৃষ্টিতে...

মরুকরণের মুখে উত্তরের জীবনরেখা

# পানিশুন্য তিস্তায় চাষাবাদ ব্যাহত, মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি হাসানুজ্জামান হাসান,...

দুই ধাপে ৬ দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

ঢাকা অফিস: সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চলতি মে মাসে দুই দফায়...

উপকূলে নদী রক্ষা বাঁধে ফাটল, আতঙ্কে গ্রামবাসী

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের...