ছাত্রীনিবাস থেকে কলেজছাত্রীর লাশ উদ্ধার

রাজশাহী ব্যুরো: নাটোরে ছাত্রীনিবাস থেকে নুসরাত জাহান মারিয়া (১৮) নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০ মার্চ) রাত ১১টার দিকে শহরের উত্তর বড়গাছা (জলারপার) এলাকার হাফসা ছাত্রীনিবাস থেকে লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে নুসরাত জাহান মারিয়া ওরফে বৈশাখী আত্মহত্যা করেছেন।
ঢাবির কোয়ার্টার থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তিনি নাটোর এনএস সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। তিনি সিংড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের রফিকুল ইসলাম মৃধার মেয়ে।
ওই ছাত্রীনিবাসের মালিক হাবিবুর রহমান চুন্নু জানান, শনিবার রাত ৯টার দিকে ছাত্রীনিবাসের তৃতীয় তলার ছাত্রীরা আমাকে ফোন দিয়ে জানায়, বৈশাখীর রুমের দরজা বন্ধ রয়েছে, ডাকলেও কোনো সাড়া দিচ্ছে না। এরপর আমি তার পরিবার ও পুলিশকে খবর দিই। পরে পুলিশ এসে বৈশাখীর রুমের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করে।
পাবিপ্রবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রুমের দরজা ভেঙে বৈশাখীর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্বাআলো/এস