হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট: জেলার কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নে নিখোঁজের একদিন পর পুকুর থেকে আফাজ উদ্দিন (৫৬) নামে এক বৃদ্ধ প্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ জুন) উপজেলার গোড়ল ইউনিয়নে একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আফাজ উদ্দিন (৫৫) গোড়ল ইউনিয়নের মৃত আবুর উদ্দিনের ছেলে।
জানা যায়, শুক্রবার ছাগল খুঁজতে বাড়ির পাশে পুকুর ধারে গেলে পা পিছলে পুকুরে পড়ে যায়। পরে সেখান থেকে উঠতে না পেরে পানিতে ডুবে মারা যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একদিন পর পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।
গোড়ল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষের কোনো অভিযোগ নেই। তাই তার লাশ প্রশাসনকে অনুরোধ করেছি পরিবারের কাছে হস্তান্তর করার জন্য।
গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাদের (এসআই) বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বাআলো/এস