নিজস্ব প্রতিবেদক: যশোরে সোনা বানু নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুলাই) দুপুরে সদর উপজেলার ফতেপুর সন্ন্যাসী বটতলা এলাকা থেকে ওই গৃহবধূর পুঁতে রাখা লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য লাশ যশোর ২৫০ জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, গতকাল সন্ধ্যা থেকে ওই গৃহবধূ নিখোঁজ ছিলেন। আর আজ (শুক্রবার ) এলাকার একটি বাগানের মধ্যে পুতে রাখা তার লাশ উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত সোনা বানুর ছেলে আরিফুল ইসলাম ও পুত্রবধূ ইভা বেগমকে হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক। হত্যার কারণ সম্পর্কে তিনি জানান, জমিজমা নিয়ে বিরোধের কারণে নিহত সোনা বানুর সাথে ছেলে আরিফুল ইসলাম ও সতীন পুত্রদের জমি জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এই বিরোধের সূত্র ধরে সোনা বানুকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্বাআলো/এস