নিখোঁজের ১ দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীর পলাশে নিখোঁজের একদিন পর জয় মৃধা (১৯) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুলাই) উপজেলার পারুলীয়ার রামাইনন্দী গ্রামের রহিম উদ্দিনের বাড়ির পাশের এক ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জয় মৃধা ওই গ্রামের ফজর আলী মৃধার ছেলে। সে পারুলিয়া উচ্চবিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলো।

হোটেল কক্ষে মিললো ছয়জনের মরদেহ

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ জুলাই) জয় মৃধা মোবাইল রিচার্জ করতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে তার কোনো খোঁজ না পেয়ে বুধবার থানা পুলিশের শরণাপন্ন হয় পরিবারের সদস্যরা। পরে দুপুরে স্থানীয় বাসিন্দারা প্রতিবেশী রহিম উদ্দিনের বাড়ির পাশের একটি ঝোপে ওই শিক্ষার্থীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নরসিংদীর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না দুর্ঘটনা তা তদন্তের পর জানা যাবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

বিদ্যমান সংবিধানে বর্তমান সরকার অবৈধ : ফরহাদ মজহার

লেখক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, ‘এই গণঅভ্যুত্থান আমাদের...

রোহিঙ্গা সমস্যার সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি সম্ভব নয়

রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে কখনোই স্থায়ী শান্তি...

১ মে থেকে সারাদেশে ডিম-মুরগির খামার বন্ধ ঘোষণা

ঢাকা অফিস: লাগাতার লোকসানের মুখে এবং পোল্ট্রি খাতে সিন্ডিকেট...

 ঘুষ চাওয়ায় খুলনা সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের হানা, ৭০ হাজার টাকা উদ্ধার

খুলনা অফিস: খুলনা সদর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের...