খুলনা বিভাগ

যশোরে ভৈরব নদ থেকে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

| July 30, 2024

নিজস্ব প্রতিবেদক: নিখোঁজের তিনদিন পর অভয়নগর উপজেলার বিভাগদী গ্রামের বালির মাঠ নামক স্থানে ভৈরব নদ থেকে হাবিবুর রহমান মোল্যার (২৭) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) নওয়াপাড়া নৌ বন্দর পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত হাবিবুর রহমান মোল্যা অভয়নগর উপজেলার মধ্যপুর গ্রামের রেজাউল মোল্যার ছেলে।

নিহতের স্বজনরা জানান, হাবিবুর রহমান মোল্যা গত তিনদিন যাবৎ নিখোঁজ ছিলেন। মঙ্গলবার দুপুরে স্থানীয় এলাকাবাসী ভৈরব নদে তার লাশ দেখতে পেয়ে অভয়নগর থানা পুলিশকে খবর দেয়। পরে নওয়াপাড়া নৌ বন্দর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। নিহত হাবিবুর রহমান মোল্যা পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। তার শরীরের একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।।

পুলিশের ধারণা পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাতনামা দূর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে বালির বস্তার সাথে হাত-পা বেঁধে ভৈরব নদে ফেলে দিয়েছে।

ময়না তদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick