শার্শায় ইছামতি নদী থেকে ৩ বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার পাঁচ ভূলোট এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের ইছামতি নদী থেকে জাহাঙ্গীর ও সাবুর আলী নামে দুই যুবক ও অঙ্গাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি।

নিহতরা পেশায় চোরাচালানী। পরিবারের দাবি বিএসএফ তাদেরকে পিটিয়ে হত্যা করেছে।

বুধবার (১৮ ডিসেম্বর) সীমান্তের ইছমতি নদীর পাড় থেকে তিনটি লাশ উদ্ধার করে পুলিশ ও বিজিবি তিনজনের মধ্য দুইজনের পরিচয় পাওয়া গেলেও একজনের পরিচয় পাওয়া যায়নি। লাশ তিনটি ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে একজন হলো-বেনাপোল পোর্ট থানার দীঘিরপাড় গ্রামের আরিফুল ইসলামের ছেলে সাবুর আলী (২৮) ও একই থানার কাগজপুকুর গ্রামের ইউনুস মোড়লের ছেলে জাহাঙ্গীর (৩২) অঙ্গাত একজন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস জানান, এলাকাবাসী ও বিজিবির মাধ্যমে খবর পেয়ে শার্শার পাঁচ ভুলোট এলাকা থেকে তিনটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

লাশের গায়ে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে।

এলাকার অনেকেই জানিয়েছেন, ইছামতি নদী দুই দেশের মধ্যে এজন্য ধারণা করা হচ্ছে বিএসএফ তাদের নির্যাতন করে হত্যা করেছে। এদিকে নিউজ সংগ্রহ করার জন্য নিহত বাড়িতে যাওয়া হলে সাবুর আলীর স্ত্রী হাসিরন বলেন তার স্বামী মাঝে মধ্যে ভারতে যাওয়া আসা করতেন চোরাচালানী পন্য আনতে।গতকাল মঙ্গলবার বিকালে ভারতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়।আর আজকে ভোর রাতে কিছু লোক তার লাশ রেখে যান।

অপরদিকে জাহাঙ্গীর হোসেনের বাড়িতে গিয়ে তার মা শাহারন বিবি বলেন আমার ছেলে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়।পরে শুনতে পাই পাচভূলেট সীমান্ত থেকে শার্শা থানার পুলিশ ছেলে লাশ উদ্ধার করেছে।নিহতদের গ্রামের অনেকেই জানিয়েছেন এরা প্রায় ভারতে যেতেন চোরাচালানী পন্য আনতে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, শার্শার পাঁচ ভুলোট সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ।কি ভাবে তাদের হত্যা করা হয়েছে খোঁজ খবর নেয়া হচ্ছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

তিস্তা নদীতে পানি বৃদ্ধি, কৃষকদের মাঝে আনন্দ

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট থেকে:উজানের ঢল ও শনিবার রাতের বৃষ্টিতে...

মরুকরণের মুখে উত্তরের জীবনরেখা

# পানিশুন্য তিস্তায় চাষাবাদ ব্যাহত, মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি হাসানুজ্জামান হাসান,...

দুই ধাপে ৬ দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

ঢাকা অফিস: সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চলতি মে মাসে দুই দফায়...

উপকূলে নদী রক্ষা বাঁধে ফাটল, আতঙ্কে গ্রামবাসী

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের...