চৌগাছায় নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধার, আটক ৩

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় ইজিবাইকসহ নিখোঁজের ৩দিন পর সোহাগ হোসেন রকি (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে।

রকি উপজেলার পাতিবিলা ইউনিয়নের পুড়াহুদা গ্রামের লিয়াকত হোসনের ছেলে।

তিনি ১৬ জানুয়ারী চৌগাছা শহরে আসার পর সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হত্যা বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

রবিবার (১৯ জানুয়ারি) চৌগাছা পৌরসভার ২নং ওয়ার্ডের তরিকুল ইসলাম পৌর কলেজের পিছনের ভৈরব নদের (মুক্তদহ মাঠ) কচুরিপানার নিচ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ পিবিআই যশোর ও চৌগাছা থানা পুলিশ।

এঘটনায় নিহত রকির বন্ধু পুড়াহুদা গ্রামের সোহানুর রহমান (২০), চৌগাছা পৌরসভার ১নং ওয়ার্ডের ইছাপুর গ্রামের সজল ইসলাম (১৮) ও পৌরসভার ২নং ওয়ার্ডের পাঁচনমনা গ্রামের সুজন হোসেনকে (২১) আটক করে পিবিআই।

পরে তাদের স্বীকারোক্তিতে উল্লেখিত স্থানে রাত ১টা ১০ মিনিট থেকে ২টা ৪৫মিনিট পর্যন্ত অভিযান চালিয়ে লাশ উদ্ধার করে পিবিআই যশোর ও চৌগাছা থানা পুলিশ।

নিহতের চাচা আজিজুর রহমান জানান, ১৬ জানুয়ারি বাড়ি থেকে ভাড়া নিয়ে চৌগাছা বাজারে আসার পর রকি বাড়ি ফিরে না গেলে সন্ধ্যার পর থেকে তাকে খুঁজাখুজি শুরু হয়। রাত ৮/৯টা পর্যন্ত তার মোবাইলে কল গেলেও পরে বন্ধ পাওয়া যায়। পরে তারা চৌগাছা থানায় জিডি করেন। কোন সন্ধান না পেয়ে যশোর পিবিআইয়ে গিয়ে অভিযোগ দিলে পিবিআই তদন্ত শুরু করে এবং সন্দেহভাজন হিসেবে সোহানুর, সজল ও সুজনকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তিতে গভীর রাতে ভৈরব নদ থেকে রকির লাশ উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা পুলিশ ও পিবিআইকে জানায়, ১৬ জানুয়ারী সন্ধ্যায় ইজিবাইক চালক রকি ও হত্যাকারী ৩ বন্ধু চৌগাছার গুড় মেলা ঘুরে গাঁজা খাওয়ার উদ্দেশ্যে তরিকুল ইসলাম পৌর কলেজের পিছনে ভৈরব নদ এবং ভৈরব নদ থেকে কপোতাক্ষ নদের সংযোগ খালের মিলনস্থলের নির্জন জায়গায় যায়। সেখানে চার বন্ধু একসাথে বসে গাঁজা সেবন করে। এরপর সাথে নিয়ে যাওয়া লাড্ডু (মিষ্টি জাতীয় খাবার) রকি বেশি খেয়ে ফেলে। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে তাদের সাথে থাকা রশি গলায় পেচিয়ে তিন বন্ধু রকিকে হত্যা করে। পরে রকির লাশ ভৈরব নদের কচুরিপনার মধ্যে লুকিয়ে রেখে তার ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। এবং চুরির ইজিবাইক বিক্রি করতে দুই বন্ধু যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি যাবার পথে চৌগাছা-যশোর সড়কের আমবটতলা পার হলে আরেকপক্ষ তাদের কাছ থেকে ইজিবাইক ও তিনবন্ধুর মোবাইল ফোন কেড়ে রেখে তাড়িয়ে দেয়। পরে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে চৌগাছা থানা পুলিশের সহায়তায় পিবিআই আসামিদের আটকের পর তাদের স্বীকারোক্তিতে লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর ইজিবাইক এবং হত্যাকারীদের মোবাইল উদ্ধারে আরো জিজ্ঞাসাবাদের জন্য আসামীদের পিবিআই যশোরে নেয় এবং লাশের ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।

পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন সাংবাদিকদের জানান, ইজিবাইক উদ্ধারে আরো কাজ চলছে। তাদের আরো জিজ্ঞাসাবাদের পর বলা যাবে কি কারনে এই হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে।

চৌগাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

বিদ্যমান সংবিধানে বর্তমান সরকার অবৈধ : ফরহাদ মজহার

লেখক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, ‘এই গণঅভ্যুত্থান আমাদের...

রোহিঙ্গা সমস্যার সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি সম্ভব নয়

রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে কখনোই স্থায়ী শান্তি...

১ মে থেকে সারাদেশে ডিম-মুরগির খামার বন্ধ ঘোষণা

ঢাকা অফিস: লাগাতার লোকসানের মুখে এবং পোল্ট্রি খাতে সিন্ডিকেট...

 ঘুষ চাওয়ায় খুলনা সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের হানা, ৭০ হাজার টাকা উদ্ধার

খুলনা অফিস: খুলনা সদর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের...