খুলনায় গৃহবধু ও বৃদ্ধের লাশ উদ্ধার

খুলনার খালিশপুর থানা এলাকায় মারিয়া সুলতানা নামের এক গৃহবধূ ও অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মোস্তফার মোড় এলাকার বাবার বাড়ি থেকে গৃহবধুর এবং খুলনা বি‌শেষা‌য়িত হাসপাতালের মস‌জি‌দের পাশের ড্রেন থেকে ‍বৃদ্ধের লাশটি উদ্ধার করা হয়।

খা‌লিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) র‌ফিকুল ইসলাম ব‌লেন, ওই গৃহবধূ নগরীর মুজগু‌ন্নি বাসস্ট্যান্ড এলাকার ভিক্টোরিয়া ক্লাবের পাশে স্বামীর সঙ্গে ভাড়া থাকতেন। দুপুরে অসুস্থতার কথা বলে নিহতের স্বামী ও শাশুড়ি তাকে পাশের আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যায়। সেখানে গৃহবধূর মৃত্যু হলে লাশ মোস্তফার মোড় বাবার বাড়ি নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সুরতহাল রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। ভাড়া বাড়িতে অভিযানে চালানোর পর নিহতের স্বামী মাসুম বিল্লাহ ও তার শাশুড়িকে পাওয়া যায়নি।

ওসি আরো জানান, মুজগু‌ন্নি বি‌শেষা‌য়িত হাসপাতাল সংলগ্ন মস‌জি‌দের পাশের ড্রেনে লাশ ভে‌সে থাক‌তে দে‌খে স্থানীয়রা পু‌লিশ‌কে খবর দেয়। সংবাদ শু‌নে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মর‌দে‌হের পরিচয় পাওয়া যায়নি। শরীরে লু‌ঙ্গি ও উলের সোয়েটার ছিলো। মর‌দেহ‌টি ৪/৫ দিন আগের বলে ধারণা করা হচ্ছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

তিস্তা নদীতে পানি বৃদ্ধি, কৃষকদের মাঝে আনন্দ

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট থেকে:উজানের ঢল ও শনিবার রাতের বৃষ্টিতে...

মরুকরণের মুখে উত্তরের জীবনরেখা

# পানিশুন্য তিস্তায় চাষাবাদ ব্যাহত, মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি হাসানুজ্জামান হাসান,...

দুই ধাপে ৬ দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

ঢাকা অফিস: সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চলতি মে মাসে দুই দফায়...

উপকূলে নদী রক্ষা বাঁধে ফাটল, আতঙ্কে গ্রামবাসী

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের...