জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদায় মাসুদ হাসান রঞ্জু (২৫) নামে এক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দামুড়হুদা উপজেলার বদনপুর গ্রামের মাঠের একটি ভুট্টা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক মশিউর রহমান।
নিহত মাসুদ হাসান রঞ্জু একই গ্রামের আজিজুর রহমানের ছেলে। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক মশিউর রহমান বলেন, সন্ধ্যায় বদনপুর গ্রামের মাঠের একটি ভুট্টা ক্ষেতে রনজুর লাশ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তিনি শারীরিক প্রতিবন্ধী বলে জানিয়েছেন স্থানীয়রা। মরদেহের সুরতহাল প্রতিবেদনের কাজ চলছে।
স্বাআলো/এস