ঝিনাইদহ সদরের গোয়ালপাড়া এলাকার সোনাদহ বিল থেকে আব্দুল লতিফ (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) এ লাশ উদ্ধার করা হয়।
আব্দুল লতিফ ওই গ্রামের মৃত আইন উদ্দীনের ছেলে।
জানা যায়, সকালে লোকজন মাঠে কাজের জন্য গেলে লাশটি দেখতে পাই। পরবর্তীতে পুলিশকে অবহিত করলে লাশটিকে উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
স্বাআলো/এস