Uncategorized

যশোরে নিজ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী-সতীন পলাতক

| April 28, 2025

নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুর উপজেলায় সাথী আক্তার নামে এক গৃহবধূর গলাকাটা লাশ তার নিজ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সাথী আক্তার ওই গ্রামের চাতাল শ্রমিক (ধান কলের শ্রমিক) মিজানুর রহমান মিন্টুর প্রথম স্ত্রী ছিলেন। ঘটনার পর থেকে নিহতের স্বামী মিন্টু ও তার দ্বিতীয় স্ত্রী পলাতক রয়েছেন, যা সন্দেহের তীর তাদের দিকেই নির্দেশ করছে।

যশোরে দুই নারী মাদক ব্যবসায়ী আটক

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, সোমবার খাটুয়াডাঙ্গা গ্রামে মিন্টুর বাড়ির দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। ডাকাডাকি করে কোনো সাড়া না পাওয়ায় তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং সাথী আক্তারের গলাকাটা নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে মণিরামপুর থানার পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌঁছায়। তারা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ওসি আরও জানান, ঘটনার পর থেকেই নিহতের স্বামী মিজানুর রহমান মিন্টু ও তার অপর স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা পলাতক রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ তাদের অবস্থান শনাক্ত ও আটকের জন্য অভিযান শুরু করেছে। প্রাথমিক তদন্তে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি, তবে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্বাআলো/এস

Shadhin Alo