খুলনা বিভাগ

যশোরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক | June 15, 2025

যশোরের অভয়নগর উপজেলার নাউলী গ্রামে প্রবাস ফেরত হাসান শেখ (৩০) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (১৫ জুন) গ্রামের একটি মাছের ঘের থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত হাসান শেখ নাউলী গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসান শেখ দীর্ঘ আট বছর কুয়েতে প্রবাসী জীবন কাটিয়ে আড়াই মাস আগে দেশে ফেরেন। দুই মাস আগে তিনি বিবাহ করেন।

জীবিকার টানে মালয়েশিয়া, ১৪ বছর পর কফিনে ফিরলেন যশোরের মনির

শনিবার রাতে প্রতিদিনের মতো বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বাড়ি থেকে বের হন হাসান। গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। রবিবার ভোরে স্থানীয়রা গ্রামের একটি মাছের ঘেরে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতা বা পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ দুইজন স্থানীয় যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তদন্ত চলছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।

স্বাআলো/এস

Shadhin Alo