গদখালীতে রেল স্টেশনের দাবি যুক্তিযুক্ত

সম্পাদকীয়: স্বপ্নের পদ্মাসেতু দিয়ে দ্রুতই বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল করবে। কিন্তু সুবিধা বঞ্চিত হতে হচ্ছে যশোরের ব্যাপক সংখ্যক মানুষ। বর্তমানে যশোর স্টেশন হয়ে তিনটি ট্রেন ঢাকায় গেলেও পদ্মাসেতু রেলপ্রকল্পের মাধ্যমে যশোরের জন্য মাত্র একটি ট্রেন রাখা হয়েছে। এতে ক্ষুব্ধ যশোরবাসী আন্দোলন শুরু করেছেন। সেই সাথে আন্দোলনে নেমেছেন যশোরের গদখালীর ফুলচাষীসহ এলাকার ব্যাপক সংখ্যক মানুষ।

ঐতিহ্যবাহী গদখালী রেলস্টেশনটি পুনরায় চালুসহ ছয় দফা দাবিতে ট্রেন থামিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। ১৪ জুলাই গদখালী রেলস্টেশন চত্বরে যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দাবিগুলো হলো-

১.গদখালী রেলস্টেশনটি পুনরায় চালু করতে হবে। ২.পদ্মা সেতু প্রকল্পে যশোর-বেনাপোল, দর্শনা-যশোর রুটে দুইটি এবং উত্তরবঙ্গে একটি নিয়মিত রেল চালু করতে হবে। ৩. ফুল ও সবজি পরিবহনে শীতাতপ নিয়ন্ত্রিত একটি রেলবগি চালু করতে হবে। ৪. অবশ্যই ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে কম রাখতে হবে এবং সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা টিকিট প্রাপ্তির বিকল্প ব্যবস্থা থাকতে হবে। ৫.নিম্ন আয়ের জনগণের জন্য আলাদা ট্রেনের বগি ব্যবস্থা করতে হবে। ৬.দর্শনা থেকে খুলনা পর্যন্ত ডবল রেললাইন।

গদখালী রেলস্টেশনটি ব্রিটিশ আমলে নির্মিত। এখানে স্টেশন চালু ছিলো। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরো স্টেশন চালু ছিলো।পরবর্তীতে রেলস্টেশনটি আর চালু হয়নি।

গদখালী রেলস্টেশনটি চালু এলাকার জনগণের প্রাণের দাবি। কারণ, ফুলের রাজধানী হিসেবে খ্যাত এখানকার নানাজাতের ফুল ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশে যায়। দেশের চাহিদার ৭০ শতাংশ ফুল এই অঞ্চল থেকে সরবরাহ হয়। শীতাতপ নিয়ন্ত্রিত রেলবগি ফুল ও সবজি পরিবহনের জন্য বরাদ্দ দিলে গদখালী স্টেশন থেকে ফুল ও সবজি সরবরাহ করা যাবে।

ফুলের রাজ্যে ফুল পরিদর্শনে হাজার হাজার দর্শনার্থী দূরদূরান্ত বিশেষ করে খুলনা, বাগেরহাট, নড়াইল, মাদারীপুর, গোপালগঞ্জ থেকে ট্রেনে যশোর বেনাপোলে নেমে তারপর অন্যান্য পরিবহন ব্যবহার করে ১৫-২০ কিলোমিটার দূরত্ব যাতায়াত করতে ভোগান্তিতে পড়তে হয়।

এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর একাংশ স্বল্প ভাড়ায় খুলনা, ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করার সুযোগ পাবে। হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সমাবেশে ছয় দফা দাবি জানিয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে রেল মন্ত্রণালয়ের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

গদখালীবাসীর দাবির প্রতি আমরা আন্তরিকভাবে সমর্থন করে জানাই, স্টেশনটি চালুর দাবি যুক্তিযুক্ত বলে আমরা মনে করি। এ দাবি কারো ব্যক্তিগত নয়। সব দিক থেকে ফুলের রাজধানী খ্যাত গদখালীর মানুষের দাবি যৌক্তিক। এ দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করি।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

তিস্তা নদীতে পানি বৃদ্ধি, কৃষকদের মাঝে আনন্দ

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট থেকে:উজানের ঢল ও শনিবার রাতের বৃষ্টিতে...

মরুকরণের মুখে উত্তরের জীবনরেখা

# পানিশুন্য তিস্তায় চাষাবাদ ব্যাহত, মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি হাসানুজ্জামান হাসান,...

দুই ধাপে ৬ দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

ঢাকা অফিস: সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চলতি মে মাসে দুই দফায়...

উপকূলে নদী রক্ষা বাঁধে ফাটল, আতঙ্কে গ্রামবাসী

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের...