বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্য

| March 30, 2024

বগুড়া ব্যুরো: বগুড়ার শিবগঞ্জে বড় ভাইয়ের লাঠির আঘাতে আহত শাহিনুর রহমান (৪৫) মারা গেছেন। শুক্রবার রাতে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান।

শিবগঞ্জ থানার ওসি আবদুর রউফ বলেন, আসামিরা পালিয়ে যাওয়ায় শনিবার (৩০ মার্চ) কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে নিহতের স্ত্রী শাহানারা বেগম শহিদুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যার মামলা করেছেন।

পুলিশ জানায়, শাহিনুর উপজেলার ঘাগুরদুয়ার গ্রামের ইসমাইল হোসেন চাঁদের ছেলে। বুধবার বাড়ির গাছের ডাব পাড়া নিয়ে দুই ভাই শাহিনুর রহমান ও শহিদুল ইসলামের পরিবারের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে বৃহস্পতিবার শাহিনুরকে পিটিয়ে গুরুতর আহত করেন শহিদুল। গুরুতর আহত অবস্থায় তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

নিহতের ছেলে আজিজুল বলেন, বাবার মৃত্যুর খবর পেয়ে আসামিরা পালিয়ে যান। প্রভাবশালী গ্রামবাসীরা তাদের পালাতে সহযোগিতা করেন।

স্বাআলো/এস