নড়াইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৪

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলার সদর উপজেলায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দয়াল দাস (২৭) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালক আশিকুর ও তার সহকারী আরিফ গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) বেনাপোল-নড়াইল-ঢাকা মহাসড়কের নড়াইল সদর উপজেলার হাওয়াইখালী ব্রীজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, হাওয়াইখালী ব্রীজের ওপর ঢাকাগামী একটি ট্রাকের চাপা পাঞ্চার হয়ে গেলে রাস্তার ডানদিকে দাড়ানোর চেষ্টা করে। এসময় বিপরীত দিক দিয়ে আসা দ্রতগামী একটি পিকআপ ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত পিকআপ চালককে উদ্ধার করে হাসপতালে আনার পথে মারা যায়।

দয়াল দাস নাকে ওই পিকআপ চালকের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার সুজাপুর গ্রামে।

আহত চারজনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

বিদ্যমান সংবিধানে বর্তমান সরকার অবৈধ : ফরহাদ মজহার

লেখক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, ‘এই গণঅভ্যুত্থান আমাদের...

রোহিঙ্গা সমস্যার সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি সম্ভব নয়

রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে কখনোই স্থায়ী শান্তি...

১ মে থেকে সারাদেশে ডিম-মুরগির খামার বন্ধ ঘোষণা

ঢাকা অফিস: লাগাতার লোকসানের মুখে এবং পোল্ট্রি খাতে সিন্ডিকেট...

 ঘুষ চাওয়ায় খুলনা সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের হানা, ৭০ হাজার টাকা উদ্ধার

খুলনা অফিস: খুলনা সদর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের...