যশোর

যশোরে ট্রাকচাপায় চালক নিহত, থানায় মামলা

| December 5, 2023

যশোরে ট্রাক চাপা দিয়ে লিটন তালুকদার (৪০) নামে ট্রাক চালককে হত্যার অভিযোগে থানায় মামলা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) ভোর রাতে যশোর-ঝিনাইদহ মহাসড়কের ক্যান্টনমেন্ট এলাকার প্রাত্যহিক ক্যান্টিনের সামনে এই ঘটনার রাতে কোতোয়ালী থানায় এই মামলা করা হয়েছে।

নিহতের ভাই পটুয়াখালী সদর উপজেলার পূর্বতেহালিয়া গ্রামের হাসান অজ্ঞাতনামা অপর একটি ট্রাক চালকের বিরুদ্ধে এই মামলাটি করেছেন।

বাদী মামলায় জানিয়েছেন, তার ভাই লিটন তালুকদার (ঢাকা-মেট্রো-ট-২৪-৪৯৮০) নম্বর একটি ট্রাকের চালক ছিলেন। গাড়িটি নিয়ে চলার পথে সোমবার রাত সাড়ে ৩টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের ক্যান্টনমেন্ট এলাকার প্রাত্যহিক ক্যান্টিনের সামনে আসার পরে একটি চাকা লিক হয়ে যায়। এসময় সেখানে রেখে গাড়ির চাকা ঠিক করার মুহুর্তে পিছন দিক থেকে আসা অপর একটি ট্রাক তাকে চাপা দিয়ে ঘটনাস্থলেই হত্যার পর পালিয়ে চলে যায়। খবর পেয়ে বাড়ি থেকে হাসান তালুকদার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এসে তার ভাইয়ের লাশ শনাক্ত করেন এবং প্রশাসনের অনুমতি নিয়ে বিনা ময়নাতদন্তে লাশটি বাড়িতে নিয়ে দাফন করেন।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply