জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদায় দুই আলমসাধুর সংঘর্ষে আলমসাধু চালক উজ্জ্বল (৩৫) নিহত হয়েছে। এ সময়ে অপর আলমসাধু চালক ইব্রাহিম (৪০) আহত হয়েছেন।
বুধবার (৩ জুলাই) জয়রামপুরে চৌধুরীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল আলমডাঙ্গা নওদা হাপানিয়া গ্রামের আমির আলীর ছেলে। আহত ইব্রাহিম আলমডাঙ্গা ভালাইপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
নিহত উজ্জ্বলের চাচাতো ভাই,সাইফুল ইসলাম জানান, সকালে মেহেরপুর জেলার গাংনির সাইনঘাট গ্রামের উকিলের মাছ নিয়ে জীবননগর বাজরে বিক্রি করে ফিরছিলেন। ফেরার পথে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের চৌধুরীপাড়ার নিকটে আলমসাধু ভর্তি খালি ড্রাম ও কাঠ বোঝায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে দুই চালক রক্তাক্ত জখম হয়। পরে তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: সালমা খাতুন উজ্জ্বলকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, জয়রামপুর গ্রামে দুই আলমসাধুর সংঘর্ষের ঘটনা ঘটেছে। একজন জীবননগর থেকে মাছ বিক্রি করে খালি ড্রাম নিয়ে ফিরছিলেন ও অপর জন আলমসাধুতে কাঠ নিয়ে দর্শনা অভিমুখে যাচ্ছিলেন।মাছ বিক্রি করে আসা দ্রুতগতির আলমসাধু চালক জয়রামপুর চৌধুরীপাড়া নামক স্থানে অপর আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় দুইজন আহত হয়। আহত দুইজনকে সদর হাসপাতলে নিলে কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বলকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা আছে। অপরজন হাসাপাতালে চিকিৎসাধীন আছে। দুই আলমসাধু দামুড়হুদা থানা হেফাজতে আছে।
নিহত উজ্জ্বলের পরিবারের সাথে কথা হয়েছে, তারা মামলা করলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
স্বাআলো/এস