পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ রবিবার (১৬ জুন) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে ফের অবস্থান নিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। ডিএসসিসি’র কর্মচারী এবং ‘ঢাকাবাসীর’ ব্যানারে একত্রিত হওয়া এসব সমর্থক ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি জানাচ্ছেন। পরে নগর ভবনে এসে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন নিজে।
সকাল থেকেই ইশরাকের অনুসারীরা ডিএসসিসি নগর ভবনে একত্রিত হয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। বেলা ১১টার দিকে নগর ভবনে প্রবেশ করেন ইশরাক হোসেন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
তিনি বলেন, সরকারকে আহবান জানাচ্ছি আপনারা দ্রুততম সময়ের মধ্যে এটা নিষ্পত্তি করেন। তাহলে অচলাবস্থা কেটে যাবে। এ সমস্যা সুরাহা না করা পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।
বিএনপির এ নেতা আরো বলেন, আমাদের এই আন্দোলন চলমান থাকবে। স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন। আন্দোলন চলমান থাকবে, এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। এ লড়াই থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। প্রধান উপদেষ্টাকে আহবান জানাব, তিনি যেন এ বিষয়টি সরাসরি নিজে তত্ত্বাবধান করেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ চাইলেন ইশরাক
তিনি আরো যুক্ত করেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করি। এখন আমাদের আন্দোলন যেভাবে চলছে, কোনো অবস্থাতেই আমরা এখান থেকে ফিরে যেতে পারি না। আদালতের রায় জনগণের রায়কে আপনারা মেনে নিন।
ইশরাক হোসেন বলেন, আমরা যদি এখান থেকে পেছনের দিকে চলে যাই, তাহলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না। সরকারকে আহ্বান জানাব আপনারা দ্রুততম সময়ের মধ্যে এটা নিষ্পত্তি করেন। না হলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এ সংকট চলবেই।
তিনি জানান, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দৈনন্দিন কার্যক্রম চলবে এবং জনগণের যাতে ভোগান্তি না হয়, সেদিকে তারা নজর রাখবেন।
মৎস্য ভবন মোড়ে ইশরাকের সমর্থকদের অবস্থান, যান চলাচল বন্ধ
এদিকে, আন্দোলনকারীরা ‘শপথ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘মেয়র নিয়ে টালবাহানা, সহ্য করা হবে না’, ‘চলছে লড়াই চলবে, ইশরাক ভাই লড়বে’, ‘নগর পিতা ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই’ ইত্যাদি স্লোগান দিয়ে নগর ভবন মাতিয়ে রেখেছেন। আন্দোলনের বিরতির আগে গত ১৫ মে থেকে ৩ জুন পর্যন্ত চলা কর্মসূচির কারণে নগর ভবন থেকে দেওয়া সব নাগরিক সেবা বন্ধ ছিল। ঈদের ছুটির পর আজ থেকে ফের আন্দোলনে যোগ দিয়েছেন ইশরাকের অনুসারীরা।
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেসময় আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হলেও নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন ইশরাক। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে মেয়র ঘোষণা করেন।
এরপর ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু তাকে যেন শপথ পড়ানো না হয়, সেজন্য গত ১৪ মে হাইকোর্টে রিট আবেদন করা হয়। এমন পরিস্থিতিতে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে গত ১৫ মে থেকে আন্দোলন শুরু করেন ইশরাক সমর্থকরা, যার কারণে ডিএসসিসি নগর ভবন কার্যত অচল হয়ে পড়ে। তবে আইনি জটিলতার কথা বলে স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাকের শপথের আয়োজন থেকে বিরত থাকে। এরপর রিট মামলার ওপর কয়েক দফা শুনানি শেষে তা খারিজ করে আদেশ দেন হাইকোর্টের বেঞ্চ। এরপরও শপথ গ্রহণ সম্পন্ন না হওয়ায় আজ থেকে ফের আন্দোলন শুরু হয়েছে।
স্বাআলো/এস