যশোর

যবিপ্রবির নাইট গার্ডকে কুপিয়ে জখম

| March 11, 2024
নিজস্ব প্রতিবেদক: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের (যবিপ্রবি) নাইটগার্ড বদিউজ্জামান বাদলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর সদর উপজেলার কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত বদিউজ্জামান বাদল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের নৈশ প্রহরী।

বদিউজ্জামান বাদল শ্যামনগর গ্রামের আরশাদ আলী ছেলে। তার সাথে আহত ওয়াহেদ একই গ্রামের আব্দুল মাজাদের ছেলে।

ভুক্তভোগী ওহেদুজ্জামান ওয়াহেদ অভিযোগ করে বলেন, কমলাপুর গ্রামে গিয়েছিলাম ক্রয়কৃত জমির টাকা দিতে। কমলাপুর গ্রামের মসজিদের সামনে পৌঁছালে একই এলাকার হাফিজুর রহমান হ্যাপি, আয়নাল, ভুট্ট ও সাইফুলসহ কয়েকজন এলোপাতাড়ি কুপিয়ে আমাদের আহত করে।
পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

সার্জারি যশোর ওয়ার্ডের কর্মরত ডাক্তার সুমাইয়া স্বামী বলেন, রোগীর অবস্থা খুবই খারাপ। ২৪ ঘন্টা পার না হওয়া পর্যন্ত কিছুই বলা যাবে না। বাদলের শরীরে অস্ত্রোপাচার চলছে।

কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক পলাশ কুমার বিশ্বাস বলেন, পুলিশের একাধিক টিম অভিযানে আছে ঘটনা সাথে জড়িতদের আটকের জন্য।

স্বাআলো/এস

Community Verified icon
Shadhin Alo