পটুয়াখালীতে স্কুল পর্যায়ে সমাবেশ ও শপথপাঠ

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: ‘আগে শিক্ষা পরে বিয়ে, আঠারো একুশ পার হয়ে’, এই স্লোগান নিয়ে পটুয়াখালীতে স্কুল পর্যায়ে সমাবেশ ও শপথপাঠ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ জুন) সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপ-পরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদফতরের বাস্তবায়নে ও ‘বাল্য বিবাহ নিরোধ ঘন্টা’ উদ্ভোধনী উদ্যোগের আওতায় স্কুল পর্যায়ে সমাবেশ ও শপথপাঠ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিণাল কান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক শিরিন সুলতানা।
মহিলা বিষয়ক অধিদফতরের ডে-কেয়ার ইনচার্জ রেখা রানী হালদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনির সহকারী শিক্ষক শাহাদত হোসেন, শওকত হোসেন, অভিভাবক নাদিরা বেগম ও নবম শ্রেণির শিক্ষার্থী মাইশা আক্তার প্রমুখ।
এসময় মহিলা বিষয়ক অধিদফতরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ,অভিভাবক, শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্বাআলো/এস