জাতীয়

অবশেষে দেশের বাজারে কমলো সোনার দাম

| December 7, 2023

অবশেষে দেশের বাজারে কমলো সোনার দাম। সব থেকে ভালো মানের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা। আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার (৬ ডিসেম্বর) দাম কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস।

এর আগে ১ ও ৫ অক্টোবর এবং ২৮ সেপ্টেম্বর তিন দফায় সোনার দাম কমানো হয়। তিন দফায় ভালো মানের এক ভরি সোনার দাম কমে মোট ৪ হাজার ২০০ টাকা।

আর গত ৩০, ২৭, ১৯, ০৫ নভেম্বর, ১৬ ও ২৭ অক্টোবর দফা সোনার দাম বাড়ানো হয়। ৬ দফায় সোনার দাম বাড়ানো হয়েছে ১০ হাজার ৪৯৯ টাকা।

এবার বৃহস্পতিবার থেকে আবার সোনার দাম ১৭৫০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস৷

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply