মেহেরপুরে সপ্তাহের ব্যবধানে কমেছে কাঁচা মরিচের দাম

জেলা প্রতিনিধি, মেহেরপুর: জেলার সপ্তাহের ব্যবধানে মেহেরপুর জেলায় পাইকারিতে প্রতিকেজি কাঁচা মরিচের দাম কমেছে প্রায় আড়াইশ টাকা। গত সপ্তাহে পাইকারিতে প্রতিকেজি কাঁচা মরিচের দাম উঠেছিলো ৩৭০ টাকা পর্যন্ত। কিন্তু বর্তমানে প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১১০ টাকায়।

শুক্রবার (২৬ জুলাই) জেলার পাইকারি বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

কাঁচা মরিচের পাশাপাশি আজ আরো কমেছে সবজির দর। আজ পাইকারিতে প্রতিকেজি বেগুন ২০ টাকা, মিষ্টি কুমড়া ১৫ টাকা, পটল ১৪ টাকা, উস্তা ৫০ টাকা, মুখিকচু ৪০ টাকা, লাউ ১০ টাকা, পুঁইশাক ৫ টাকাসহ প্রায় সব সবজির দর কমতে শুরু করেছে। একইসঙ্গে অপরিবর্তিত রয়েছে আলু, পেঁয়াজ ও রসুনের দাম।

গাংনী কাঁচা বাজারের আড়তদার নাজমুল ইসলাম বলেন, জেলায় আবাদকৃত মরিচ উঠতে শুরু করায় দর স্বাভাবিক হচ্ছে। যে পরিমাণ মরিচ বাজারে আসছে তাতে দর আরো কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

একই বাজারের আড়তদার সাহাদুল ইসলাম বলেন, সারাদেশেই সবজি বেশি পরিমাণ উঠতে শুরু করেছে। বিশেষ করে বেগুন, পটল, মুখিকচু, পুঁইশাক ও লাল শাক ব্যাপক পরিমাণে পাওয়া যাচ্ছে। এতে বাজারের দর স্বাভাবিক হতে শুরু করেছে।

বাজার করতে আসা চেংগাড়া গ্রামের আসাদুল ইসলাম বলেন, কিছুদিন এমন অবস্থা ছিল যে ৬০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছিলো না। এখন তা ২০-৪০ টাকার মধ্যে খুচরা বাজারে কেনা যাচ্ছে। এতে সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি বিরাজ করছে।

স্বাআলো/এস/বি

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

তিস্তা নদীতে পানি বৃদ্ধি, কৃষকদের মাঝে আনন্দ

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট থেকে:উজানের ঢল ও শনিবার রাতের বৃষ্টিতে...

মরুকরণের মুখে উত্তরের জীবনরেখা

# পানিশুন্য তিস্তায় চাষাবাদ ব্যাহত, মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি হাসানুজ্জামান হাসান,...

দুই ধাপে ৬ দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

ঢাকা অফিস: সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চলতি মে মাসে দুই দফায়...

উপকূলে নদী রক্ষা বাঁধে ফাটল, আতঙ্কে গ্রামবাসী

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের...