খুলনায় বাড়ছে শীতের তীব্রতা

খুলনায় শীতের তীব্রতা বেড়েছে। আজ শুক্রবার (৩ জানুয়ারি) ভোর থেকেই ঘন কুয়াশায় মোড়ানো ছিলো চারপাশ। দুপুর ১২টা পর্যন্ত রোদের দেখা মেলেনি।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, চলতি জানুয়ারিতে শীত জেঁকে বসতে পারে। এমন কুয়াশা আরো দুই-তিনদিন থাকবে। এরপর কুয়াশা কেটে গেলে রাতের তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ আসতে পারে। এমাসে খুলনায় রাতের তাপমাত্রা কমে ১০ ডিগ্রির নিচে নেমে আসতে পারে।

আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি জানুয়ারিতে একটি থেকে তিনটি মৃদু থেকে মাঝারি এবং একটি থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মিজানুর রহমান বলেন, খুলনাতে আজকের তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিলো। ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কয়রায় ছিলো। আগামী দুই থেকে তিনদিন এ অবস্থা থাকতে পারে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

বিদ্যমান সংবিধানে বর্তমান সরকার অবৈধ : ফরহাদ মজহার

লেখক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, ‘এই গণঅভ্যুত্থান আমাদের...

রোহিঙ্গা সমস্যার সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি সম্ভব নয়

রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে কখনোই স্থায়ী শান্তি...

১ মে থেকে সারাদেশে ডিম-মুরগির খামার বন্ধ ঘোষণা

ঢাকা অফিস: লাগাতার লোকসানের মুখে এবং পোল্ট্রি খাতে সিন্ডিকেট...

 ঘুষ চাওয়ায় খুলনা সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের হানা, ৭০ হাজার টাকা উদ্ধার

খুলনা অফিস: খুলনা সদর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের...