Uncategorized

চুয়াডাঙ্গায় শিক্ষক লাঞ্ছিত: প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন

| October 10, 2023

চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান শিক্ষার্থী কর্তৃক লাঞ্ছিত ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে পটুয়াখালী সরকারি জুবিলী মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালনকালে বক্তব্য রাখেন, সরকারি জুবিলী স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) আলউদ্দিন, সহকারী প্রধান শিক্ষক (দিবা শাখা) ইব্রাহিম খলিল, সিনিয়র শিক্ষক মুস্তাফিজুর রহমান, সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শওকত হোসেন ও সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম সবুজ প্রমুখ।

বক্তারা চুয়াডাঙ্গায় শিক্ষক লাঞ্ছিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করে শিক্ষক লাঞ্ছিত ঘটনার সাথে জড়িত শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে শিক্ষক সুরক্ষা আইন বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply