বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম

আজাদুল হক, বাগেরহাট: বাগেরহাটের মোড়েলগঞ্জে মাঠ থেকে তিনটি গরু চুরি করে বাগানে লুকিয়ে রাখার বিষয়ে থানায় অভিযোগ দিয়ে বাড়ি ফেরার পথে হুমাউনন কবির হাওলাদার (৩৫) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে।

মঙ্গলবার রাতে এ ঘটনার পর গুরুতর আহত অবস্থায় হুমাউনকে উদ্ধার করে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর এ ঘটনাটি হয়েছে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালীইউনিয়নের উত্তর পুটিখালী গ্রামে । হাসপাতালে চিকিৎসাধিন আহত হুমাউন কবির হাওলাদার বুধবার সকালে বলেন, মঙ্গলবার দুপুর থেকে আমার ভাই শাহাদতের তিনটি গরু মাঠে খুজে পাওয়া যাচ্ছিলো না।

অনেক খোঁজাখুঁজির পর একই এলাকার মহসিন খানের বাড়ীর পিছনের বাগানে লুকিয়ে রাখা গরু তিনটি গাছে বাঁধা অবস্থায় দেখতে পায়। বিষয়টি তাদের কাছে জানতে চাইলে তাদের ক্ষেতের ফসল খেয়েছে বলে গরু আটক করার কথা বলে। অথচ মাঠে এখন কোন ফসল না থাকায় কোথায় ফসল খেয়েছে জানতে চাইতে গরুর মালিকের চাচাতো ভাই এমদাদুল হাওলাদারকে মারধর করে তাড়িয়ে দেয়।

বাগেরহাটে ঘের থেকে কৃষকের লাশ উদ্ধার

বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মিলন শেখসহ পাশ্ববর্তি পুলিশ ফাঁড়ির ইনচার্জকে মৌখিকভাবে জানোনো হয়। এ খবর পেয়ে মহসিন তার চাচাতো ভাই বাশার ও মুকুলকে দিয়ে গরু তিনটি খোয়াড়ে পাঠায়। এক পর্যায়ে তিনটি গরু ধরে নেয়ার বিষয়ে মোরেলগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়ে বাড়ি ফেরার পথে রাত ১০টার দিকে স্থানীয় বাজার শহীদ মার্কেটের রাস্তায় গাছ ফেলে মহসিন ও তার বাহিনীর সদস্যরা আমার মোটরসাইকেলের গতিরোধ করে আমাকে কুপিয়ে ও পিটিয়ে একটি পা ভেঙ্গে দেয়।

আমি দোষিদের বিচার দাবী করি। মোরেলগঞ্জ থানার ওসি সামছুদ্দিন বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় জড়িতদের আটকের জন্য জোর চেষ্টা চলছে।

স্বাআলো/এস/বি

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

তিস্তা নদীতে পানি বৃদ্ধি, কৃষকদের মাঝে আনন্দ

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট থেকে:উজানের ঢল ও শনিবার রাতের বৃষ্টিতে...

মরুকরণের মুখে উত্তরের জীবনরেখা

# পানিশুন্য তিস্তায় চাষাবাদ ব্যাহত, মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি হাসানুজ্জামান হাসান,...

দুই ধাপে ৬ দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

ঢাকা অফিস: সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চলতি মে মাসে দুই দফায়...

উপকূলে নদী রক্ষা বাঁধে ফাটল, আতঙ্কে গ্রামবাসী

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের...