নিজস্ব প্রতিবেদক: যশোরে পূর্বশত্রুতার জের ধরে রাশিদুল ইসলাম (৩৬) একজনকে ছুরিকাঘাতে জখম করেছে দূর্বৃত্তরা।
বুধবার (১০ জুলাই) শহরের কেন্দ্রীয় কারাগারের সামনে এ ঘটনা ঘটে।
যশোরে উদ্ধারকৃত লাশ ঝিকরগাছার আঁখির, নারী আটক
আহত রাশিদুল ইসলাম ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের বাসিন্দা। তাকে যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে কাঠেরপুল ব্রীজ পার হয়ে হোটেলে খাবার খেতে যাওয়ার সময় পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের আজিজুরের নির্দেশে কয়েকজন দূর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্বাআলো/এস