যশোরে ইজিবাইক, ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: যশোরে মোটরসাইকেল, ইজিবাইক ও মোটরচালিত ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নাজমুল মোল্লা (৩৮) নামে এক ইজিবাইক আরোহী নিহত হয়েছেন। এঘটনায় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

শুক্রবার রাতে সদর উপজেলার বসুন্দিয়ায় এ দুঘর্টনা ঘটে।

নিহত নাজমুল মোল্লা (৩৮) অভয়নগর উপজেলার শংকরপাশা গ্ৰামের মৃত নাসির মোল্লার ছেলে।

তিনি বসুন্দিয়া খান পাড়ায় মামা বাড়িতে বসবাস করতেন। এঘটনায় গুরুতর আহতরা হলেন, বসুন্দিয়া জঙ্গলবাধাল গ্রামের হাদিউজ্জামানের ছেলে আরাফাত হোসেন এবং বসুন্দিয়া মোড়ের মতিউর রহমানের ছেলে বিশাল।

যশোর জেলা আ.লীগের সভাপতি মিলনের তাণ্ডব, শহীদ পরিবারের বাড়িঘর ভেঙে লুটপাট

এঘটনার সত্যতা নিশ্চিত করে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আসাদুজ্জামান জানান, শুক্রবার সন্ধ্যার পর বসুন্দিয়া মোড় টু বসুন্দিয়া বাজারে যেতে বালির গর্ত নামক স্থানে ইজিবাইক, ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তিনি নিহত হয়েছেন। আহত অপর দুইজন যশোর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় রাতেই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

বিদ্যমান সংবিধানে বর্তমান সরকার অবৈধ : ফরহাদ মজহার

লেখক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, ‘এই গণঅভ্যুত্থান আমাদের...

রোহিঙ্গা সমস্যার সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি সম্ভব নয়

রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে কখনোই স্থায়ী শান্তি...

১ মে থেকে সারাদেশে ডিম-মুরগির খামার বন্ধ ঘোষণা

ঢাকা অফিস: লাগাতার লোকসানের মুখে এবং পোল্ট্রি খাতে সিন্ডিকেট...

 ঘুষ চাওয়ায় খুলনা সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের হানা, ৭০ হাজার টাকা উদ্ধার

খুলনা অফিস: খুলনা সদর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের...