খুলনা বিভাগ

যশোরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত

| July 31, 2024

নিজস্ব প্রতিবেদক: যশোরের বাঘারপাড়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আফজাল হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন দুই তরুণ।

বুধবার (৩১ জুলাই) উপজেলার বন্দবিলা ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফজাল হোসেন মাগুরার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের পিয়ারপুর এলাকার তৌহিদ শেখের ছেলে।

আহতরা হলেন, বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের প্রেমচারা এলাকার এনামুল হকের ছেলে তামীম হোসেন (২১) ও বড়খুদড়া এলাকার জাকির হোসেনের ছেলে নাহিদ (২০)। নিহত ও আহতরা সবাই বন্ধু।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলে ওই তিন তরুণ যশোরের দিকে যাচ্ছিলেন। কৃষ্ণপুর এলাকায় পৌঁছালে ঢাকাগামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। এ সময় গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন ওই তিনজনের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়। পথিমধ্যে আফজাল মারা যান।

খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক এসআই অভিজিৎ সিংহ রায় বলেন, স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত বাসের ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick