যশোরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: যশোরে পৃথক দুইটি মোটরসাইকেল দুর্ঘটনায় শনিবার (১ মার্চ) রাতে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং অপরজন আহত হয়েছেন। তাদের যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়।

যশোর মাগুরা সড়কের পাঁচবাড়িয়ায় এক মর্মান্তিক দুর্ঘটনায় রাজিউল আলম (৩০) নামে এক যুবক নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজিউল মাগুরার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। দুর্ঘটনায় তার ব্যবহৃত মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। রাজিউল যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়ার মৃত বাদল বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন সিএন্ডএফ ব্যবসায়ী ছিলেন।

অন্যদিকে, শনিবার রাত ৮টার দিকে যশোর-নড়াইল সড়কের ধলগ্রামে আরেকটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে মহরম নামে এক যুবক আহত হন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মহরমের বাবা বাঘারপাড়া উপজেলার হাবুল্লা গ্রামের বাসিন্দা বশির মোল্লা জানান, তার ছেলে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় রাস্তার মধ্যে একটি কুকুর চলে আসায় কুকুরটিকে বাঁচাতে গিয়ে মহরম নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান এবং আঘাতপ্রাপ্ত হন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

মাগুরায় আ.লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক-হেলমেট

লিটন ঘোষ জয়, মাগুরা: মাগুরায় হেলমেট ও মাস্ক পরে...

মাদক সেবন করে গৃহকর্মীকে নির্যাতন, পরীমনির বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক: মাদক সেবন করে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা...

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় শার্শার যুবক নিহত

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় আসাদুল (৪০) নামে এক বাংলাদেশি নির্মাণ...

নদী ভাঙন রোধ ও রেগুলেটর চালুর দাবিতে কোম্পানীগঞ্জে হাজারো মানুষের মানববন্ধন

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে বামনী...