বাগেরহাটে সিঁদ কেটে চুরি

আজাদুল হক, বাগেরহাট: জেলার চিতলামারী উপজেলার পল্লীর হিন্দু পাড়ায় একটি বসত বাড়ীতে সিঁদ কেটে চুরি সংঘঠিত হয়েছে। উপজেলার আড়য়াবর্নি হিন্দু পাড়ার দশরত বিশ্বাসের বাড়ী বৃহস্পতিবার দিনগত গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। অজ্ঞাত চোরেরা ওই বাড়ীর পিছনের দিক থেকে সিদ কেটে ঘরে প্রবেশ করে এবং ঘরে থাকা নগদ টাকা ও স্বর্নালংকারসহ প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে যায়। ক্ষতিগ্রস্থ দশরত বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে বাড়ীর সকলে ঘুমিয়ে পড়ে।

ভোররাতে ঘুম ভেঙ্গে গেলে দেখা যায় ঘরের দরজা খোলা। পরে সকলেই উঠে পড়ে এবং দেখা যায় ঘরের মধ্যের আলমীরা ভাঙ্গাসহ ঘরের কোনে সিঁদ কাটা। আলমীরাতে রাখা নগদ আড়াই লাখ টাকা ও স্বর্নালংকার নেই। পরে নিশ্চিত হই বাড়ীতে সিদ কেটে চুরি হয়েছে। বিষয়টি চিতলমারী থানা পুলিশ কে জানানো হয়। চিতলমারী থানার ওসি রবিউল ইসলাম জানান, উপজেলার আড়–য়াবর্নি গ্রামের হিন্দু পাড়ার দশরত বিশ্বাসের বাড়ীতে চুরির খবর পেয়ে ওই বাড়ী পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

স্বাআলো/এস/বি

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

তিস্তা নদীতে পানি বৃদ্ধি, কৃষকদের মাঝে আনন্দ

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট থেকে:উজানের ঢল ও শনিবার রাতের বৃষ্টিতে...

মরুকরণের মুখে উত্তরের জীবনরেখা

# পানিশুন্য তিস্তায় চাষাবাদ ব্যাহত, মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি হাসানুজ্জামান হাসান,...

দুই ধাপে ৬ দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

ঢাকা অফিস: সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চলতি মে মাসে দুই দফায়...

উপকূলে নদী রক্ষা বাঁধে ফাটল, আতঙ্কে গ্রামবাসী

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের...