Uncategorized

পটুয়াখালী সদর উপজেলা নির্বাচনে বৈধ প্রার্থী যারা

| May 9, 2024

জেলা প্রতিনিধি,পটুয়াখালী: ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারন নির্বাচন-২০২৪ এর ৩য় ধাপে ২৯ মে অনুষ্ঠিতব্য পটুয়াখালী সদর উপজেলা পরিষদের নির্বাচনে যাচাই- বাছাইতে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন মোট ১৮ জন প্রার্থীই বৈধ প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।

জেলা রির্টানিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) যাদব সরকার কর্তৃক ৫ মে যাচাই- বাছাই শেষে টানানো বৈধ প্রার্থীদের তালিকা সূত্রে বৈধ প্রার্থীরা হলেন চেয়ারম্যান পদে চার জন প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট গোলাম সরোয়ার, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মনির খান ও সাবেক ছাত্র লীগ ও যুবলীগের নেতা রেজাউল করিম সোয়েব।

ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী হলেন আফজাল হোসেন, হাসান সিকদার, চিন্ময় বণিক, সাইদুর রহমান, ফারুক হোসাইন, সহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন( দুলাল মাস্টার), আনিচুর রহমান, সালাউদ্দিন হীরা, সহিদুল ইসলাম ও কামরুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার জন হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি সোহানা হোসেন মিকি, নাসিমা আক্তার, কামরুন নাহার শিমুল ও ফৌজিয়া ইয়াসমিন।

এ নির্বাচনে প্রতীক বরাদ্দ ১৩ মে সোমবার এবং ভোট গ্রহন ২৯ মে বুধবার। সদর উপজেলায় একটি পৌরসভা ও ১৪ ইউনিয়নে মোট ভোটার ২,৯৫,১৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৪৮,৬৪৭ জন ও মহিলা ভোটার ১,৪৬,৪৯০ জন। প্রতীক প্রাপ্তির আগেই প্রার্থীরা গনসংযোগ করে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট ও চাচ্ছেন।

স্বাআলো/এস

Shadhin Alo