ঢাকা বিভাগ

পদ্মায় ধরা পড়েছে ৪২ কেজি ওজনের বিপন্ন বাঘাইড় মাছ!

জেলা প্রতিনিধি, ফরিদপুর জেলা প্রতিনিধি, ফরিদপুর | June 29, 2025

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে এক জেলের বরশিতে প্রায় ৪২ কেজি ওজনের মহাবিপন্ন প্রজাতির বিশাল এক বাঘাইড় মাছ ধরা পড়েছে।

শনিবার (২৮ জুন) মাছটি ধরা পড়ার পর রবিবার (২৯ জুন) চর হাজিগঞ্জ বাজারে এটি ৬২ হাজার টাকায় বিক্রি হয়েছে। স্থানীয় ১৮ জন ব্যক্তি ভাগীদার হয়ে মাছটি কিনে নিয়েছেন।

স্থানীয় জেলেদের সূত্রে জানা গেছে, পদ্মা নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে বড় মাছ ধরা পড়ছে। শনিবার রাতে চরভদ্রাসন উপজেলার হাজার বিঘার চর এলাকার জেলে আদু শেখ পদ্মা নদীতে মাছ ধরতে বরশি পেতেছিলেন। শেষ রাতের দিকে তার বরশিতে বিশাল এই বাঘাইড় মাছটি আটকা পড়ে। পরে এটিকে টেনে নৌকায় তুলে সকালে বিক্রির জন্য চর হাজিগঞ্জ বাজারে নিয়ে আসা হয়।

বাজারে বিশাল বাঘাইড় ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে উৎসুক মানুষের ভিড় জমে। মাছটি আড়তে বিক্রির জন্য নিলামে তোলা হলে স্থানীয় ১৮ জন ভাগীদার মিলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৬২ হাজার টাকায় মাছটি কিনে নেন। এরপর তারা মাছটিকে ১৮ ভাগে কেটে নেন। মাছ ক্রেতাদের মধ্যে মোঃ বাবুল শেখ জানান, এত বড় বাঘাইড় মাছ এ বছর এই এলাকায় প্রথম পদ্মা নদীতে ধরা পড়েছে।

চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব জানান, খাবারের খোঁজে বা প্রজনন মৌসুম হওয়ায় বাঘাইড় জেলেদের জালে ধরা পড়ছে। তিনি বলেন, বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে বাঘাইড় শিকার ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ হলেও মৎস্য সংরক্ষণ আইনে বড় মাছ ধরার ক্ষেত্রে এমন নিষেধাজ্ঞা নেই। তারা শুধুমাত্র ঝাটকাসহ কিছু ছোট মাছ ধরার বিষয়ে তদারকি ও অভিযান চালান, তবে বড় মাছ ধরার ক্ষেত্রে আইনগতভাবে পদক্ষেপ নেয়ার সুযোগ কম।

স্বাআলো/এস

Shadhin Alo