সম্পাদকীয়

সময় বজ্রপাতে একই স্কুলের পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে ১১

| July 12, 2024

সম্পাদকীয়: জুলাই সদর উপজেলার ভায়না সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলো- ভায়না রাজাপুর গ্রামের আব্দুল করিমের ছেলে নিরব (১০), একই গ্রামের আব্দুল রহিমের ছেলে মাহিম ( ১০), হাদিউজ্জামানের ছেলে জিম (১০), রাসেলের মেয়ে সুমাইয়া ( ১০) ও পলাশ শেখের মেয়ে লামিয়া (১০)।

শিশু শিক্ষার্থীদের সৌভাগ্য মহান আল্লাহর রহমতে তারা নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে। পরিবেশবিদরা জানান, কৃষকরা ক্ষেতে যে রাসায়নিক সার ব্যবহার করছেন তা চলে যাচ্ছে বায়ুমন্ডলে। ফলে বায়ুমন্ডল বা আয়োনস্পিয়ার অত্যাধিক ধনাত্বক চার্জযুক্ত হচ্ছে। বিপরীতে ভূমন্ডল হচ্ছে অত্যধিক ঋণাত্বক চার্জযুক্ত। ফলে চার্জের সমতা রক্ষার্থে বজ্রপাত বেশি হচ্ছে।

আবহাওয়াবিদরা বলেন, বজ্রপাত বেড়ে যাওয়ার কারণ হিসেবে তাপমাত্রা বৃদ্ধির একটি সম্পর্ক আছে। বিজ্ঞানীরা অনেকে মনে করেন বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির জন্য এটা বেশি হচ্ছে। বাংলাদেশে আমরাও ভাবছি জলবায়ু পরিবর্তনের কারণেই তাপমাত্রা বেড়েছে এবং এর কিছুটা হলেও প্রভাব পড়েছে। বাংলাদেশে দশমিক ৭৪ শতাংশ তাপমাত্রা বেড়েছে। বজ্রপাতের ধরণই এমন। সকালের দিকে প্রচন্ড তাপমাত্রা হয়। আর তখন এটি অনেক জলীয় বাষ্প তৈরি করে। এ জলীয় বাষ্পই বজ্র ও বজ্রপাতের প্রধান শক্তি। তাপমাত্রা যত বাড়বে তখন জলীয় বাষ্প বা এ ধরণের শক্তিও তত বাড়বে। জলীয় বাষ্প বেড়ে যাওয়া মানেই হলো ঝড়ের ঘনত্ব বেড়ে যাওয়া। বজ্রপাত প্রকৃতির একটি বিষয় এবং এটি হবেই। তবে এতে প্রাণহানি কমানোর সুযোগ আছে।

আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের বিপক্ষে নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বজ্র ঝড় যখন শুরু হয় এর তিনটি ধাপ আছে। প্রথম থাপে বিদ্যুৎ চমকানি বা বজ্রপাত শুরু হয়না। প্রথমে মেঘটা তৈরি হতে থাকে এবং সে সময় আকাশের অবস্থা খুব ঘন কালো হয়না। একটু কালো মেঘের মতো তৈরি হয় । সামান্য বৃষ্টি ও হালকা বিদ্যুৎ চমকায়। আর তখনি মানুষকে সচেতন হওয়া উচিত।

প্রতিটি দুর্যোগে একটি নির্দিষ্ট সময় আছে এবং সে সম্পর্কে প্রতিটি মানুষকে সচেতন করা উচিত। বাইরে থাকলে যখন দেখা যাবে আকাশ কালো হয়ে আসছে তখনি নিরাপদ জায়গায় যেতে হবে। এ
সময়টিতে অন্তত আধঘণ্টা সময় পাওয়া যায়।

ঘন বন বজ্রপাত হ্রাসের জন্য ভালো, কারণ এটি তাপমাত্রাও কমায়। গ্রামে ছোট ছোট গাছের ঝোপ থাকলে লোকজন সেখানেও আশ্রয় নিতে পারে। বজ্রপাতের সময় আশপাশের বস্তুর তুলনায় নিজের উচ্চতা জড়সড় হয়ে কমাতে হবে কম ভিজে জায়গায় শুয়ে পড়তে হবে। ধাতব বস্তু স্পর্শ করা যাবে না।

স্বাআলো/এস/বি

Debu Mallick