বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় আড়াই কোটি টাকার টোল আদায়

ঢাকা অফিস: ঈদ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রতিদিনই যানবাহনের সংখ্যা বাড়ছে। কোরবানির পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৯২৩ যানবাহন পারাপারের বিপরীতে দুই কোটি ৪৮ লাখ ৮৭ হাজার ১০০ টাকা টোল আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত রবিবার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৫ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে দুই কোটি ৪৮ লাখ ৮৭ হাজার ১০০ টাকা। এর মধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ১২ হাজার ৯৯০টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে এক কোটি ২৩ লাখ ৩৪ হাজার ৪৫০ টাকা। এছাড়া সেতুর পশ্চিম অংশে ১২ হাজার ৯৩৩টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে এক কোটি ২৫ লাখ ৫২ হাজার ৬৫০ টাকা।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ঈদকে ঘিরে মহাসড়কে পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় বেড়েছে। এ কারণে টোল আদায় বেড়েছে। তবে যান চলাচল স্বাভাবিক আছে।

স্বাআলো/এস/বি

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানিকে শর্ত আরোপ

বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানিতে নতুন শর্ত জারি করা...

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যতদিন

আবারো আসছে হাড়কাঁপানো শীত। আগামীকাল বুধবার (৮ জানুয়ারি) সারাদেশে...

যশোরে গাছের ডাল কাটতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

যশোর সদরের রুপদিয়ার বিলপাড়ায় কড়াই গাছের ডাল কাটার সময়...

থানা থেকে লুট হওয়া রাইফেল মিললো খাল পাড়ে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সোনাইমুড়ী থানা পুলিশের লুট হওয়া...