নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল থেকে নিষিদ্ধ ঘোষিত শীর্ষ চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির খুলনা বিভাগের সামরিক প্রধান ও কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী আব্দুল লতিফ লাল্টু (৬০) ও তার সহযোগী ইদ্রিস মণ্ডলকে (৪৫) অস্ত্রসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা (র্যাব-৬)।
বুধবার (১০ জুলাই) রাতে বেনাপোল সড়কে দলুর গেট (রেলগেট) পাঁকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, দুইটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাপ্ত গোপন তথ্যে আভিযানিক দলটি তাৎক্ষণিক বেনাপোল সড়কে দলুর গেট (রেলগেট) পাঁকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন বিভিন্ন গাড়ি চেক করা হয়। সময় রাত আনুমানিক ১০টায় একটি মোটরসাইকেল চেকিংয়ের জন্য সিগন্যাল দিলে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা তাদেরকে করতে সক্ষম হয়।
আটক আব্দুল লতিফ লাট্টু কুষ্টিয়ার দূর্বা ছাড়া এলাকার বাসিন্দা। তার দেহ তল্লাশি করে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন যার একটি ম্যাগাজিনের ভেতর ছয় রাউন্ড গুলি ভর্তি ছিলো।
তার সাথে আটক সহযোগী ইদ্রিস মণ্ডল একই গ্রামের বাসিন্দা। তার হেফাজত থেকে একটি রিভোলবার উদ্ধার করা হয় ও একটি মোটরসাইকেল উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে জানতে পেরেছে ১৯৮৬-১৯৮৭ সালে নিষিদ্ধ ঘোষিত শীর্ষ চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির খুলনা বিভাগের সামরিক প্রধান হিসেবে ১নং আসামি আব্দুল লতিফ লাট্টু (৬০) সন্ত্রাসী কার্যক্রম শুরু করে।
আরো তথ্য মিলেছে, সন্ত্রাসী আব্দুল লতিফ লাট্টু যশোর জেলার বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে আমদানিকৃত অস্ত্র-গোলাবারুদ স্বল্প দামে ক্রয় করে অধিক দামে দেশের বিভিন্ন এলাকায় সরবারহ/বিক্রিসহ বিভিন্ন কিলিং মিশনে অস্ত্র-গোলাবারুদ ভাড়ায় প্রদান করে থাকে। এছাড়াও তার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার কাজে এই অস্ত্র-গোলাবারুদ ব্যবহার করে থাকে।
স্বাআলো/এস