‘‌‌বিষাক্ত মানুষদের জীবন থেকে ছুড়ে ফেলা উচিত’

বিনোদন ডেস্ক: চলতি বছরটা দারুণ কাটছে বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়ার। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া তাঁর অভিনীত সিনেমা ‘অমর সিং চামকিলা’ প্রশংসিত হয়েছে। এক পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের সবচেয়ে বেশি স্ট্রিমিং হওয়া ভারতীয় সিনেমা ‘অমর সিং চামকিলা’। এত সাফল্যের মধ্যেও এবার অন্য রকম এক পোস্ট দিলেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এই পোস্টে উঠে এসেছে পরিনীতির জীবনদর্শন।

অভিনেত্রী বলছেন, বিষাক্ত মানুষদের জীবন থেকে ছুড়ে ফেলা উচিত! দুনিয়া কী ভাবছে, যায় আসে না। তবে কেন এমন পোস্ট, তা অবশ্য খোলাসা করেননি তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।

সেখানে আনমনা পরিণীতি চোপড়ার মন্তব্য, এই মাসে একটু বিরতি নিয়ে ভেবে দেখলাম, যা কিনা আমার জীবনের ভাবধারাই বদলে দিলো। যা বুঝলাম, জীবনে নিজের চিন্তাধারাটাই আসল। গুরুত্বহীন জিনিস বা মানুষকে গুরুত্ব দেবে না। এক মুহূর্ত সময়ও নষ্ট কোরো না। জীবন একটা ঘড়ি। প্রতিটি মুহূর্ত নিজের পছন্দে বাঁচো।

নিজের মতো লোক খোঁজো, আর বিষাক্ত মানুষদের জীবন থেকে ছেঁটে ফেলতে ভয় পেয়ো না। আর দুনিয়া কী ভাবছে, সেটা নিয়ে চিন্তা কোরো না। যেকোনো পরিস্থিতি তুমি কীভাবে নিচ্ছ বা কী প্রতিক্রিয়া দিচ্ছ, সেটা পরিবর্তন করো। জীবন সীমাবদ্ধ। আজ আছে। তাই যেভাবে বাঁচতে চাও, সেভাবেই বাঁচো।

আচমকাই কেন এমন পোস্ট পরিণীতি চোপড়ার? উৎসুক অনুরাগীদের ভিড় কমেন্ট বক্সে। একাংশ আবার অভিনেত্রীর জন্য উদ্বেগ প্রকাশ করেছে। কেউ তো আবার সন্দিহান, স্বামী রাঘব চাড্ডার সঙ্গে দাম্পত্য কলহ বাঁধল কি না?

তবে এ প্রসঙ্গে উল্লেখ্য, দিন পাঁচেক আগেই স্বামীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে একটি পোস্ট করেছিলেন পরিণীতি। যেখানে তিনি লিখেছিলেন, তোমার মতো কেউ নেই।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

দুই ধাপে টানা ৬ দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

ঢাকা অফিস: সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চলতি মে মাসে দুই দফায়...

সাতক্ষীরা উপকূলে নদী রক্ষা বাঁধে ফাটল, আতঙ্কে গ্রামবাসী

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের...

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো ইরান, আহত চার শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসে একটি ভয়াবহ...

যশোরে দুই নারী মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: যশোরে সেনাবাহিনী ও পুলিশের এক যৌথ অভিযানে...