জাতীয়

পদ্মা সেতুতে যানবাহনের চাপ বাড়ছে

| April 9, 2024

ঢাকা অফিস: ঈদুল উপলক্ষে ঈদ যাত্রায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে (ঢাকা-মাওয়া) ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। ফলে মঙ্গলবার সকাল থেকে পদ্মা সেতুর টোল প্লাজায় মোটারসাইকেল ও গাড়ির ব্যাপক চাপ দেখা গেছে।

সরেজমিন পদ্মা সেতু মাওয়া টোল প্লাজার কাছে দেখা যায়, হাজার হাজার বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলে যাত্রীরা নাড়ির টানে বাড়ি ছুটেছে। তবে বাস ও প্রাইভেট কারের তুলনায় মোটরসাইকেলের সংখ্যাই ছিলো বেশি।

টোল প্লাজার সবকটি বুথই খোলা ছিল। এসব বুথ দিয়ে অতি দ্রুতই টোল দিয়ে সেতুতে উঠতে পারছে যানবহনগুলো। কিন্তু গাড়ির সংখ্যা এতই বেশি যে একটি গাড়ির টোল নেয়ার আগেই কয়েকটি গাড়ি এসে নতুন করে টোল দিতে লাইনে যুক্ত হয়। এভাবে সকাল থেকে পদ্মা সেতুর টোল প্লাজা হতে পদ্মা সেতু উত্তর থানার কাছে যানজটের লাইন চলে আসে।

তবে টোল ব্যবস্থা ভালো থাকায় যানবাহনগুলোকে খুব একটা অপেক্ষা করতে হচ্ছে না টোল দেয়া জন্য।

মাওয়া ট্রাফিক জোনের টিআই জিয়াউল হক জিয়া জানিয়েছেন, আজ সকাল থেকে দক্ষিণবঙ্গমুখী গাড়ির চাপ রয়েছে। টোল প্লাজার সামনে যানবাহনগুলোকে কিছুটা লাইনে থাকতে হচ্ছে। তবে টোল দ্রুত কালেকশন ব্যবস্থা থাকায় যানবাহনগুলোকে তেমন একটা অপেক্ষো করতে হচ্ছে না।

ঈদে সকলেই সুন্দরভাবে বাড়ি ফিরতে পারছে এ মহাসড়ক দিয়ে। কোথায় যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে না।

স্বাআলো/এস

Shadhin Alo