নিজস্ব প্রতিবেদক: যশোর কোতোয়ালী থানার ওসি আব্দুর রাজ্জাকসহ জেলার আট থানার ওসিকে বদলি করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানা গেছে।
কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাককে বদলি করা হয়েছে এপিবিএনএ।
এছাড়া, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্তকে এপিবিএনএ, অভয়নগরের অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলামকে পিবিআইতে, মণিরামপুর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদি মাসুদকে হাইওয়ে পুলিশে, শার্শার মনিরুজ্জামানকে টুরিস্ট পুলিশে, কেশবপুরের জহিরুল ইসলামকে সিআইডিতে, বাঘারপাড়ার ওসি রোকিবুজ্জামানকে হাইওয়ে পুলিশে, চৌগাছার ইকবাল বাহার চৌধুরীকে এপিবিএনে বদলি করা হয়েছে।
এর আগে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুইয়াকে বদলি করা হয়।
স্বাআলো/এস