Uncategorized

নোয়াখালীতে বিনামূল্যে চিকিৎসা পেলো ১২০০ রোগী

| February 17, 2025

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সদর উপজেলায় এক হাজার ২০০ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেয়া হয়েছে।

সোমবার (১৭ মার্চ) দিনব্যাপী উপজেলার নোয়াখালী মডেল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চক্ষু চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে অর্থায়ন করেন ইউপি চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত।

চিকিৎসা প্রদান করেন চাঁদপুর মাযহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারগণ।

স্থানীয়রা জানায়, সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এই চিকিৎসা কার্যক্রম চলে। এক হাজার ২০০ রোগীকে চুক্ষু চিকিৎসা পত্র, ২০০ রোগীকে চশমা, ৬০০ রোগীকে চোখের ড্রপ ও অন্যান্য ওষুধপত্র দেয়া হয়। এসময় ১০০ চোখে ছানি পড়া রোগীকে প্রাথমিক বাছাই করে অপারেশনের মাধ্যমে কৃত্রিম লেন্স প্রতিস্থাপনের জন্য চাঁদপুর বিএনএসবি চক্ষু হাসপাতালে পরিবহনযোগে নিয়ে যাওয়া হয়।

নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত বলেন, অসহায় মানুষদের কষ্টের কথা বিবেচনা করে, বিশেষ করে যারা অর্থের অভাবে চোখে ছানি অপারেশন করতে পারে না তাদের অন্ধত্বের হাত থেকে বাঁচাতে আমারে প্রচেষ্টা। ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

স্বাআলো/এস

Shadhin Alo