নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা জাতীয় শ্রমিকলীগের নব-নির্বাচিত কমিটির সভাপতি জবেদ আলী ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা শহরের বঙ্গবন্ধু মুর্যালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।
রবিবার (১৪ জুলাই) গরীবশাহ সড়কে বঙ্গবন্ধু মুর্যালে তারা এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদ কচি, সদস্য ও উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু, জেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, নব-নির্বাচিত কমিটির সহ-সভাপতি মোর্ত্তজা হোসেন, মহসিন কবির, তোফাজ্জেল হোসেন, রাহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম রেজা পান্নু, মোহাম্মদ রাকিব হাসান, আনিচুর রহমান বিপুল, সাংগঠনিক সম্পাদক শেখ তৌহিদুর রহমান শাহিন, এসএম আহসানুজ্জামান সুমন ও বিল্লাল হোসেন প্রমুখ।
এর আগে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি জবেদ আলী ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাছির উদ্দিন বলেন, জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক যশোরে এসে যেসব বক্তব্য দিয়েছেন তাতে গঠনতন্ত্রের ১৮ (খ) ধারা লঙ্ঘন হয়েছে। সাধারণ সম্পাদকের পদমর্যদার অপব্যবহার করেছেন তিনি। তার বক্তব্য গঠনতন্ত্র বিরোধী।
জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাড়াও শনিবার যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যেসব বক্তব্য দিয়েছেন সংবাদ সম্মেলন থেকে তারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
স্বাআলো/এস