কানে ব্যান্ডেজ বেঁধে দলীয় সভায় ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: দুইদিন আগে পেনসিলভানিয়ার বাটলার এলাকায় এক সমাবেশে ভাষণ দেয়ার সময় এক হত্যা চেষ্টায় আহত হন ডোনাল্ড ট্রাম্প। ঘটনার পর মিলওয়াকিতে রিপাবলিকান দলীয় কনভেনশনে প্রথম প্রকাশ্যে দেখা গেছে মি. ট্রাম্পকে। এ সময় তার ডান কানে সাদা একটি ব্যান্ডেজ বাধা দেখা যায়।

এই সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ডেলিগেট বা প্রতিনিধি গণনার হিসাবে অন্য প্রার্থীর চেয়ে এগিয়ে থাকা প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের জন্য রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হন। এ দিকে, ফ্লোরিডার আদালতের বিচারক ট্রাম্পের বিরুদ্ধে ক্লাসিফায়েড ডকুমেন্টস বা গোপন নথি রাখার মামলা বাতিল করে দিয়েছেন।

ট্রাম্পকে গুলি করা সেই যুবকের ছবি প্রকাশ

রিপাবলিকান পার্টির এই কনভেনশনে আসা অতিথির মধ্যে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসকেও দেখা গেছে, যিনি ব্রিটেনে এবারের পার্লামেন্ট নির্বাচনে হেরে গেছেন। কনভেনশনে ডোনাল্ড ট্রাম্প যখন হেঁটে আসছিলেন এবং যখন ভিআইপি সেকশনের সিঁড়ি ভেঙ্গে মঞ্চে উঠছিলেন তখন প্রথম হাত মেলান টাকার কার্লসনের সাথে, যিনি ডানপন্থী মিডিয়ার গুরুত্বপূর্ণ চরিত্র। এরপর তিনি যখন তার রানিং মেট জেডি ভ্যান্সের পাশে যান, তখন তার কানের ব্যান্ডেজ দেখা গেলে দলীয় সমর্থকরা চিৎকার করে স্লোগান দিতে থাকেন – ইউ এস এ! ইউ এস এ! এবং এরপর তারা ‘ফাইট! ফাইট! ফাইট!’ এ সময় তারা মুষ্টিবদ্ধ হাত তুলে স্লোগান দিতে থাকেন। পেনসিলভানিয়ায় গুলিতে আহত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প যেভাবে মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে তুলেছিলেন, সেভাবে।

ট্রাম্পের ওপর হামলাকারীর পরিচয় পাওয়া গেছে

কনভেনশনস্থল থেকে বিবিসির কেয়লা এপস্টেইন জানিয়েছেন, কনভেনশনের প্রথম দিনে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিত হওয়াটা ছিলো বিস্ময়কর এবং এর দৃশ্যমান প্রভাব হলো সেখানে একটি আবেগময় পরিস্থিতির তৈরি হয়। অনুষ্ঠানস্থলে আসা ৩৫ বছর বয়সী ইরিন লুকাস বলেছে, কনভেনশনের ফ্লোরে ডোনাল্ড ট্রাম্পকে দেখে তার নিজের যে অনুভূতি হয়েছে – তাহলো একজন আমেরিকান ও একজন রিপাবলিকান হিসেবে গর্বিত। তিনি ছিলেন সবার আকর্ষণের কেন্দ্রে, সবাই দেখছিলো যে তিনি হেঁটে যাচ্ছেন, বলছিলেন তিনি।

অরেগনের ডেলিগেট জেসিকা ডেভিডসন বলেছেন ট্রাম্পের কানের ব্যান্ডেজ তাকে আবেগাপ্লুত করেছে। কারণ কেউ তাকে হত্যার চেষ্টা করেছে। তার বিশ্বাস হত্যাচেষ্টার ঘটনা ট্রাম্পকে প্রার্থী হিসেবে আরো শক্তিশালী করে তুলবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

এক দল সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ

ঢাকা অফিস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম...

মেহজাবীনের চোখে ‘দাগি’: শুধু সিনেমা নয়, এক অনন্য অভিজ্ঞতা!

বিনোদন ডেস্ক: এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে দর্শকদের মন...

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে: গণশিক্ষা উপদেষ্টা

লিটন ঘোষ জয়, মাগুরা: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা...

কাল সারাদেশে শিক্ষার্থীদের মহাসমাবেশ

ঢাকা অফিস: ছয় দফা দাবি আদায়ের আন্দোলনে থাকা কারিগরি...