বাগেরহাটে ২৪৫৯ যক্ষ্মা রোগী শনাক্ত

‘বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাচাঁই সবাই মিল’, এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাথে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব) এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সচেতনতামূলক এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ জালাল উদ্দিন আহম্মেদ।

বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান।

নাটাবের বাগেরহাট জেলা শাখার সদস্য সৈয়দ শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন বাগেরহাটের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির চেয়ারম্যান গাজী মতিয়ার রহমানসহ সমিতির এইচএম মোস্তাফিজুর রহমান ও এফএম মোস্তাফিজুল হক প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ জালাল উদ্দিন ও ডেপুটি সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান যক্ষ্মা রোগ বিষয়ে বলেন, যক্ষ্মা একটি সংক্রমক রোগ। এক নাগাড়ে দুই সপ্তাহ বা তার অধিক সময় ধরে কাঁশি থাকলে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে। রোগ শনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। নিয়মিত সঠিক মাত্রায় ও নির্দিষ্ট সময় পর্যন্ত ঔষধের সেবনের মাধ্যমে যক্ষ্মা সম্পূর্ণ ভালো হয়ে যায়। আর ৫ বছরের নীচে সকল বয়সের শিশু ও ৬০ বছরের উপরের সকল মানুষকে টিপিটি বা যক্ষ্মা প্রতিরোধী চিকিৎসা নিতে হবে। এ বিষয়ে সকলকে সচেতন হতে হবে বলে পরামর্শ প্রদান করা হয়।

এ সভায় আরো বলা হয়, ২০২২ সালে জুলাই থেকে ২০২৩ সালের জুন মাস পর্যন্ত বাগেরহাটে দুই হাজার ৪৫৯ জন যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে। যাদের চিকিৎসা অব্যাহত রয়েছে। এখন যক্ষ্মা রোগে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

মতবিনিময় সভাটি সার্বিকভাবে পরিচালনা করেন নাটাবের এফ এল এস তরুণ কুমার বিশ্বাস।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

সিএনজিতে শিক্ষিকাকে হেনস্তা, প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জের একলাশপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র...

যশোরে ছিনতাইকারী চক্রের ২ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে...

ঘুমন্ত পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুর গ্রেফতার

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে...

সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে

রোদের দাপটে গরমের অনুভূতি বাড়ার সম্ভাবনার পাশাপশি সারাদেশে বজ্রসহ...