চুয়াডাঙ্গায় ট্রাক্টরসহ মাটি চোর তুহিন আটক

জেলা প্রতিনিধি,চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের বেড়বাড়ীয়া গ্রামে ভৈরব নদ পুনঃখনন করার পর উদৃত্ত্ব মাটি চুরি করে নিয়ে যাওয়ার সময় মাটি চোর তুহিন হোসেনকে মাটি ভর্তি ট্রাক্টরসহ আটক করেছে পুলিশ।

তাকে ঘটনাস্থল থেকে আটকের পর চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ড-২ উপ-সহকারী প্রকৌশলী বকুল আহমেদ দামুড়হুদা মডেল থানায় তার বিরুদ্ধে একটি মামলা করেন,যা সোমবার (২৫ মার্চ) নথিভূক্ত হয়।

মামলার বিবরণে জানা যায়, চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী বকুল আহমেদ সোমবার (২৫ মার্চ) বিশ্বস্থ সূত্রে জানতে পারেন, ভৈরব নদ পুনঃখননের উদ্বৃত্ত মাটি নতিপোতা ইউনিয়নের বেড়বাড়ীয়া সরকারী প্রাথমিক পিছনে রাখা অবস্থায় বিনাঅনুমতিতে তুহিন হোসেন নামে এক মাটি ব্যবসায়ী চুরি করে নিয়ে যাচ্ছে। তাৎক্ষনিক তিনি বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।

অবহিত হয়ে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দামুড়হুদা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি ভর্তী ট্রাক্টরসহ তুহিন হোসেনকে আটক করে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, ভৈরব নদের মাটি চুরির অপরাধে তুহিন হোসেন নামে এক মাটি ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী বকুল আহমেদের এজাহারের ভিত্তিতে মামলা নথিভূক্ত করা হয়েছে। দামুড়হুদা মডেল থানায় মামলা নম্বরঃ ৭ তারিখঃ ২৫.০৩.২০২৪।

মঙ্গলবার (২৬ মার্চ) আটক মাটি চোর তুহিন হোসেনকে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

শেখ রেহানার স্বামী-দেবরসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা অফিস: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নামে বিপুল অর্থ...

বজ্রপাতের সময় কী করবেন, কী করবেন না

বৈশাখ মাস শুরু হতেই বাংলাদেশে বেড়েছে বৃষ্টি ও বজ্রপাতের...

দাবি আদায় না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সব পলিটেকনিক

ঢাকা অফিস: ছয় দফা দাবি পূরণের সুস্পষ্ট রূপরেখা না...

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: তৃতীয় দিনে ১০ জনের সাক্ষ্য

লিটন ঘোষ জয়, মাগুরা: দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী মাগুরার শিশু...